মোনালিসা মাইতি: শীতকাল পড়লেই যে বিষয়টা আমাদের মাথায় আসে সেটি হলো পিকনিক। বন্ধুবান্ধব, পরিবার, সবারই কম বেশি প্ল্যান হয়ে থাকে পিকনিকে যাওয়ার। কলকাতা সহ বিভিন্ন জেলায় বহু পিকনিক স্পট রয়েছে। কিন্তু জানেন কি এই ইংরেজি শব্দ পিকনিকের আসল অর্থ কি?
বাঙালিদের মধ্যেও পিকনিক শব্দটির চলই বেশি রয়েছে। কিন্তু এই শব্দের বাংলা অর্থ অনেকেরই জানা নেই। উইকিপিডিয়ার মাধ্যমে জানা যায় ১৮০০ সাল থেকে পিকনিক শব্দটির ব্যবহার শুরু হয় বেশি। তবে তার আগে থেকেই পিকনিকের মতো আয়োজন শুরু হয়েছিল। সেইসময় পিকনিকের আয়োজন ইউরোপের ধনী ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকত। তারা বন্ধুবান্ধব, পরিবারকে নিয়ে কোনো বন বা কোনো নদীর ধারে, খাবার নিয়ে পিকনিকের আয়োজন করতেন।
তখন কিন্তু এর ইংরেজি অক্ষর picnic ছিলোনা। উইকিপিডিয়ার মতে তখন ফ্রেঞ্চ শব্দ অনুযায়ী pique-nique থেকে picnic শব্দটির উৎপত্তি হয়। প্রায় গোটা বিশ্বেই এই পিকনিক শব্দটির ব্যবহারের কমবেশি প্রচলন রয়েছে। তবে এই পিকনিক শব্দেরও বাংলা অর্থ রয়েছে।
পিকনিক শব্দের বাংলা অর্থ হচ্ছে বনভোজন, চঁড়ুইভাতি। সাধারণত এই শব্দগুলিই পিকনিক শব্দের বাংলা হিসাবে ব্যবাহর করা হয়। তবে এর বাংলা অর্থ থাকলেও, পিকনিক শব্দটির চল এখন আমাদের মধ্যে বেশি রয়েছে। তাই বাংলা সমার্থক শব্দের থেকে পিকনিক শব্দটি বেশি জনপ্রিয় হয়েছে বাঙালিদের কাছেও।