স্নেহা ঢালী : শ্রী শ্রী সারদা মায়ের ১৭১তম জন্মতিথি উপলক্ষ্যে বেলুড় মঠে অনুষ্ঠানের আয়োজন
৩ই জানুয়ারি(বুধবার) নতুন বছরের শুরুতেই মা সারদার শুভ জন্মতিথি অনুষ্ঠান পালিত হবে বেলুড়ের রামকৃষ্ণ মিশন ও মঠে। বিশুদ্ধ পঞ্জিকা মতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মঠে মায়ের জন্মতিথি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান-সূচি:
• ৩ই জানুয়ারি, বুধবার :
• ভোর ৪.৪৫ মিনিটে শ্রীমায়ের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে জন্মতিথি অনুষ্ঠানের শুভারম্ভ হবে।
• ভোর ৪.৫০ মিনিট থেকে বেদ পাঠ ও স্তবগানের অনুষ্ঠান আয়োজিত হবে।
• ভোর ৫.৩০ মিনিটে মায়ের মন্দিরে ভজন অনুষ্ঠান শুরু হবে।
• সকাল ৭ টায় শ্রীমায়ের মন্দিরে বিশেষ পূজোর আয়োজন করা হয়েছে।
• সকাল ৮টা-৯টা পর্যন্ত সভা মন্ডপে মাতৃ সংগীতের (সন্যাসী ও ব্রক্ষচারীবৃন্দ)অনুষ্ঠান চলবে।
• এরপর সকাল ৯.০৫ - ৯.৪৫ পর্যন্ত সারদা মায়ের জীবনী পাঠ অনুষ্ঠান হবে।
• সকাল ৯.৫০ - ১০.৩০ মিনিট পর্যন্ত ভক্তিগীতির অনুষ্ঠান পরিবেশিত হবে।
• তারপর সকাল ১০.৩৫ - ১১.৩৫ মিনিট পযর্ন্ত সভা মন্ডপেই শ্রীমা সারদামণি নামক গীতিনাট্য অনুষ্ঠিত হবে।
• বেলা ১১.৪০ থেকে ১২.৩০ পর্যন্ত শ্যামা সংগীতের অনুষ্ঠান চলবে।
• পাশাপাশি দুপুর ১২টা থেকে হোমের অনুষ্ঠান শুরু হবে।
• তারপর ১২.৩৫ থেকে ১.৪৫ পর্যন্ত পদাবলী কীর্তন অনুষ্ঠান হবে।
• দুপুর ১.৫০-২.৫০ মিনিট পর্যন্ত সভা মন্ডপে ভজনের অনুষ্ঠান চলবে।
• এরপর বিকেল ৩ টে থেকে শ্রীমায়ের জীবনী ও বাণী নিয়ে ধর্মসভা চালু হবে।
• এরই সাথে বেলা ১১টা থেকে ২টা পযর্ন্ত মা সারদা সদাব্রত ভবনে প্রসাদ বিতরণী অনুষ্ঠান চলবে।
• তারপর শ্রী ঠাকুরের আরতির পর শ্রীমায়ের মন্দিরে সন্ধ্যারতি ও ভজনের অনুষ্ঠান শুরু হবে।