ভিক্টোরিয়াতে দুর্গোৎসব - বাংলার গৌরবের এক মাইল ফলক ।
'বেঙ্গল বিজনেস কাউন্সিল' এবং 'ভিক্টোরিয়া মেমোরিয়াল হল' যৌথভাবে আয়োজন করেছে বৃহৎ দুর্গোৎসব, যা বাংলার #BanglarNabojagoron কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রথমবারের মতো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অভ্যন্তরে হল মা দুর্গার আগমন, বিশ্বের সবচেয়ে বড় রাজকীয় স্মৃতিসৌধ যা বিশিষ্ট বাঙালি উদ্যোগপতি বিস্বকর্মা শ্রী আর এন মুখার্জি দ্বারা নির্মিত।
উৎসবের প্রদর্শনটি মূলত ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুর্বার হল ও সাউথ লনে হবে । যেখানে তুলে স্থান পেয়েছে পরিতোষ ভাস্কর ও সঞ্জয় দাস নির্মিত নতুন গ্রামের কাঠের দুর্গা প্রতিমা । - “দুর্গোৎসব: জীবন, সংস্কৃতি ও জীবিকা” - প্রফেসর সন্দীপন মিত্র কর্তৃক বর্ণিত , ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ প্রদর্শনী, সঙ্গে রয়েছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
গতকালের ৪ ঠা অক্টোবরের প্রদর্শনীতে #দুর্গোৎসব - বার্ষিক সাংস্কৃতিক উৎসবের প্রথম দিনটি ছিল অনবদ্য। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যেন বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও সৃষ্টিশীলতার এক অপরূপ উৎসবে পরিণত হয়েছিল।
অনুষ্ঠানের সূচনা হয় “দুর্গোৎসব: জীবন, সংস্কৃতি ও জীবিকা” প্রদর্শনীর শুভ উদ্বোধনের মাধ্যমে। উপস্থিত ছিলেন বেঙ্গল বিজনেস কাউন্সিলের সম্মানীয় প্রধান উপদেষ্টা শ্রীমতি মানষী রায় চৌধুরী ও ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সেক্রেটারি এবং কিউরেটর শ্রী সমরেন্দ্র কুমার ও তাঁদের বোর্ড অফ ট্রাস্টির সদস্যবৃন্দ। তারা সম্মিলিত ভাবে সূচনা করেন এই সমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের ।
গর্বের সঙ্গে উন্মোচিত হয় বেঙ্গল বিজনেস কাউন্সিলের নিউজ লেটার ‘আলোড়ন’-এর প্রথম সংস্করণ, যেখানে বাঙালি উদ্যোগপতি ও উদ্ভাবনমূলক কর্মকাণ্ডের নানা দিক আলোচিত হয়েছে, যা বাংলার ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল Z4 Dancing Network পরিচালিত শ্রী স্বপন রায়ের নেতৃত্বে চমৎকার আগমনী নৃত্য পরিবেশনা, যা দুর্গোৎসবের আবহকে নতুন রূপ দেয়। এছাড়াও “বাংলার সৌহার্দ্য” দ্বারা পরিবেশিত এক বিশেষ নারী ঢাকি পারফরমেন্স দর্শকদের মুগ্ধ করে, যা বাংলার ঐতিহ্যবাহী সুর ও ছন্দের শক্তি প্রদর্শন করে।অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত , ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অন্যতম ঐতিহাসিক নিদর্শন "অবজেক্ট অফ দ্য মান্থ" উন্মোচন করেন বিজনেস কাউন্সিলের মাননীয় সভাপতি শ্রী চন্দ্রশেখর ঘোষ এবং বিশিষ্ট সাংবাদিক ও ঐতিহাসিক শ্রী স্বপন দাশগুপ্ত । এর মাধ্যমে বাংলার সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে এক গভীর সংযোগ স্থাপন হয়।
গত ৫ই অক্টোবর ঢাকের লড়াই অনুষ্ঠিত হয় বেঙ্গল বিজনেস কাউন্সিলর এই উৎসবে । বাংলার সৌহার্দ্য দ্বারা আয়োজিত এই ঢাকের লড়াই প্রতিযোগিতাটি সকাল ১১: ০০ টা - দুপুর ৩:০০ টে, পর্যন্ত চলে যেখানে সেরা ঢাকিরা মুখোমুখি হন ছন্দ ও উচ্ছ্বাসের অসাধারণ লড়াইয়ে।