ধনতেরাসে তো কেনেন নানা ধরনের জিনিস , আপনি কি জানেন ধনতেরাসের অজানা কাহিনী ।
শিলা রাজবংশী : বাঙালির বারো মাসে তেরো পার্বণ। একের পর এক পার্বণ চলছে । সামনেই দীপাবলি তারই সঙ্গে দরজায় কড়া নাড়ছে ধনতেরাস ।
আগে ধনতেরাস অবাঙালিদের মধ্যে প্রচলন থাকলেও এখন বাঙালিদের কাছে বেশ জনপ্রিয় একটি উৎসব ধনতেরাস।
ধনতেরাসে কী কিনবেন , কখন কিনবেন , তা জানার আগে চলুন জেনে নি ধনতেরাস কি এবং তার ইতিহাসই বা কী ।
ধনতেরাস বা ধন ত্রয়োদশীর এই ধন হল জীবনধন।
ধনতেরাসের ধন শব্দের অর্থ সম্পদ আর ত্রয়োদশী শব্দের অর্থ হল কৃষ্ণপক্ষের ১৩ তম চন্দ্র দিন বা হিন্দু ক্যালেন্ডারের ১৩ তম দিন ।
দীপাবলির সময় লক্ষ্মী পুজোর দিন দুই আগে পালিত হয় ধনতেরাস। মনে করা হয় দেবী লক্ষী সেইদিন ভক্তদের গৃহে যান এবং তাদের মনস্কামনা পূরণ করেন ।
ধনতেরাস নিয়ে অনেক মতভেদ আছে । আছে অনেক জনশ্রুতি। কিন্তু কোথায় আছে " বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর " তেমনই এক কাহিনী কথা আমরা জানবো । কথিত অনুযায়ী হিমু নামক রাজার ১৬ বছরের এক ছেলে ছিল । তার ওপর ছিল এক ভয়ানক অভিশাপ। যার ফলে সে বিয়ের ৪ দিনের মাথায় সাপের কামড়ে মারা যেতেন । এ কথা যুবরাজের স্ত্রী জানার সাথে সাথে স্বামীর প্রাণ রক্ষার্থে সমস্ত সোনা রুপোর গয়না ও মুদ্রা ঘরের বাইরে রাখেন । সারা ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখেন এবং স্বামীকে বিভিন্ন গল্প ও গানের মাধ্যমে জাগিয়ে রাখেন । কথিত অনুযায়ী যমরাজ সেইদিন এলেও গয়না ও আলোর জৌলুষে তার চোখ ধাঁধিয়ে যায় । এবং যুবরানির গল্প ও গান শুনে তার সময় চলে যায় ফলে কাজ সম্পূর্ণ রেখেই চলে যান ।
এভাবেই বেচেঁ যায় যুবরাজের প্রাণ । পরদিন জাকজমজ ভাবে পালিত হয় ধনতেরাস।
পুরান অনুযায়ী সমুদ্র মন্থরের সময় জল থেকে উঠে আসে এক ধন্বন্তরি । যাকে ভারতীয় শাস্ত্র অনুযায়ী আয়ুর্বেদের দেবতা হিসেবে পুজো করা হয়। কথিত আছে জল থেকে উঠে আসার সময় তার হাতে এক হাতে অমৃতের কলস ছিল এবং অন্য হাতে আয়ুর্বেদের বই ছিল। এরপর এই দিনটিকে ধন্বন্তরি ত্রয়দশী হিসাবে পালন করা হয় । ২০১৬ সালে এই দিনটিকে এদের আয়ুর্বেদ দিবস হিসেবে পালন করে আসছে আয়ুশ মন্ত্রক।
ব্যবসায়ি দের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ । এইদিন অনেকেই দেবী লক্ষী , সিদ্ধিদাতা গণেশ ও কুবের দেবের পুজো করে থাকেন । গৃহ ছাড়াও বিভিন্ন দোকানে এইদিন ধনতেরাসের পূজো করা হয় । সেই সঙ্গে সোনা রুপোর গয়না মুদ্রা পাত্র অন্যান্য ধাতুর বস্তু , পাত্র ইত্যাদ ক্রয় করে গৃহে আনেন অনেকে । এইদিনে বহু মানুষ ঝাড়ু কিনে থাকেন কথিত অনুযায়ী এই দিনে ঝাড়ু কিনলে দেবী লক্ষী প্রসন্ন হন ।