কি এই 'ইভিল আই বল'?
ইভিল আই জুয়েলারি আজকাল অনেক জনপ্রিয়তা পেয়েছে। এটি ট্রেন্ডি পাশাপাশি এটি পরিধান করলে যেমন দেখতে সুন্দর লাগে তেমনি এটি আপনাকে সাহায্যও করবে।
বর্তমানে টলিউড বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের এই ইভিল আই বল ব্যবহার করতে দেখা যাচ্ছে। শুধুমাত্র টলিপাড়া ও বলিপাড়াতেই সীমাবদ্ধ নয় এই ইভিল আই বল ব্যবহার করছেন সমাজের সাধারণ মানুষও। দক্ষিণ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ইত্যাদির আশেপাশের লোকেরা সাধারণত তাদের বাড়িতে ঝুলিয়ে রাখেন এই ইভিল আই বল। কিন্তু কি এই ইভিল আই বল? কি কারনেই বা ব্যবহার করা হয়? সাধারণত কুনজর বা কুদৃষ্টি থেকে বাঁচতেই এই ইভিল আই বল ব্যবহার করা হয়ে থাকে।
এটি ব্রেসলেট, আংটি কিংবা লকেট হিসেবে আপনার শরীরে পরিধান করতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ইভিল আইবল আপনাকে যেকোন বিপদ থেকে রক্ষা করতে পারে। তবে অবশ্যই এটি কাঁচের হতে হবে তবেই এটি কাজ করবে। প্লাস্টিকের হলে কাজ করবে না। শুধুমাত্র শরীরে পরিধান ছাড়াও আশেপাশে যে কোন জায়গায় এটি রাখলে একই কাজ দেবে অর্থাৎ এটি কুনজোর বা কুদৃষ্টি থেকে রেহাই দেবে। কিন্তু এই ইভিল আই বল রাখবেন কোথায়?কোথায় রাখলেই বা আপনার কাজে দেবে? বাস্তুু বিশেষজ্ঞদের মতে, ইভিল আই রাখার সবচেয়ে ভালো জায়গা হল আপনার বাড়ি।যেখানে এটি ঝুলিয়ে রাখা যায়। বাড়ি ছাড়াও কর্মক্ষেত্রে বা অফিসের ডেস্কে ও রেখে দিতে পারেন এই ইভিল আই বল। এই ইভিল আই বল আপনাকে সুরক্ষা প্রদান করবে এটা ভেবেই বিরত থাকবেন না।বিপদ যেকোনো সময় ঘটতে পারে তাই সব সময় সতর্ক থাকাই বাঞ্ছনীয়।
@শ্রাবন্তী হালদার