সংসদে পাঁচ দিনের বিশেষ অধিবেশন চললেও , সমগ্র দেশবাসি সহ রাজনৈতিক মহলের নজর ছিল মোদি সরকারের পাঁচ দিনের এই বিশেষ অধিবেশনের দিকে । রাজনৈতিক মহলে সরগোল পড়েছিল পাঁচ দিনের এই বিশেষ অধিবেশনে আসতে পারে এক দেশ এক ভোট , অভিন্ন দেওয়ানি বিধি এর মতো বিভিন্ন বিষয় । এই নিয়ে বহু আলোচনা সমালোচনাও হয়েছিলো সংবাদমাধ্যমে । জি-টোয়েন্টি সম্মেলনের পর থেকেই কানা ঘুষো হতে থাকে নাম পরিবর্তন হতে পারে দেশের । এই নিয়ে সচেতন ভাবেও একাধিক ইঙ্গিত ও দিয়েছিলো মোদি সরকার ।
কিন্তু সব আলোচনা, সম্ভাবনায় এক কথায় জল ঢেলে সংসদে এল ২৭ বছরের পুরনো একটি বিল , মহিলা সংরক্ষণ বিল ।লোকসভা ও রাজ্যসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ২৭ বছরের পুরনো মহিলা সংরক্ষণ বিলটি পাশ হয় । INDIA জোট ও শর্তসাপেক্ষে বিলটির অনুমোদন জানান । বিশেষ অধিবেশনের চার দিনের মাথায় পাস হয় মহিলা সংরক্ষণ বিল । অধিবেশনে দেখা যায় বিলের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক দল গুলির বিভিন্ন ঐতিহাসিক আখ্যা । সংসদের এই বিশেষ অধিবেশনে ঝড়ো ব্যাটিং করতে দেখা যায় সোনিয়া গান্ধী কে ।
বহু সম্ভাবনায় জল ঢেলে মহিলা সংরক্ষণ বিল পাস হবার পরই সমাপ্ত করে দেওয়া হয় এই বিশেষ অধিবেশন । এক দেশ এক ভোট , অভিন্ন দেওয়ানি বিধি সহ দেশের নাম পরিবর্তনের মত ইস্যুগুলো জল্পনা নিয়েই রইল । ২৪ এর লোকসভা ভোটের আগে মহিলা সংরক্ষণ বিল মোদি সরকারকে যে অতিরিক্ত একটা অক্সিজেন দেবে সেটাই মনে করছে রাজনৈতিক মহল।