আজ হাই ভোল্টেজ রবিবার, ২২ গজের মহারানে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ফাইনালের সমস্ত লাইভ আপডেট The Bengal Voice এর সাথে :
IND vs AUS CWC 2023 Live: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত- অস্টেলিয়া মহারণ, বিশ্বকাপ ঘরে তুলতে মরিয়া টিম ইন্ডিয়া ।
UPDATE : 19th November 2023 ; রোহিত মিস্ত্রি, শিলা রাজবংশী ও দেবমাল্য ভট্টাচার্য সাথে ।
_________________________________________________________
19 Nov 2023, 8:44PM
ফাইনালে সেঞ্চুরী করলেন ট্রভিস হেড। ৩৫ ওভারের শেষে অষ্ট্রেলিয়ার রান ১৯২ , ৩ উইকেটের বিনিময়ে ।
জেতার জন্য প্রয়োজন ৪৯ রানের
19 Nov 2023, 8:28PM
৩০ ওভারের শেষে অস্ট্রেলিয়া ১৬৭ রান ৩ উইকেট
19 Nov 2023, 6:54PM
ব্যাট করছে অস্ট্রেলিয়া
৫ ওভার শেষে ৪১ রান ২ উইকেট এর বিনিময়ে
19 Nov 2023, 5:54PM
২৪১ রান টার্গেট অষ্ট্রেলিয়ার জন্য
19 Nov 2023, 5:32PM
৪৫ ওভার শেষে ভারতের রান
৪৫ ওভার শেষে ভারতের রান ২১৬ , ৮ উইকেটের বিনিময়ে
19 Nov 2023, 5:20PM
ফের উইকেট পতন
নয় বলে ৬ রান করে প্যাভিলিয়ানে মহাম্মদ সামি
19 Nov 2023, 5:03PM
এবার চিন্তার ভাঁজ ভারতের কপালে
৪২ ওভারে এসে আউট কে এল রাহুল ১০৭ বলে ৬৬ রান করেছেন তিনি ।
19 Nov 2023, 5:03PM
৪০ ওভার শেষে ভারতের রান
৪০ ওভারের শেষে ১৯৭ রান উইকেট ৫ এর বিনিময়ে
19 Nov 2023, 4:34PM
ফের উইকেট পতন
২২ বলে ৯ রান করে প্যাভিলিয়নে রবীন্দ্র জাদেজা
19 Nov 2023, 4:34PM
অর্ধ শত রান কে এল রাহুলের
৩৫ ওভারে শেষে ভারতের রান ১৭৩ , ৪ উইকেটের বিনিময়ে এবং কে এল রাহুলের অর্ধশত রান ।
19 Nov 2023, 4:04PM
উইকেট পতন
২৮. ৩ ওভারে ভারতের কিং কোহলি আউট ,৬০ বলে ৫৪ রান করে মাঠ ছাড়লেন বিরাট ।
19 Nov 2023, 3:30PM
২0ওভার শেষে ভারতের রান ১১৫ , তিন উইকেটের বিনিময়ে
19 Nov 2023, 3:10PM
১৫ ওভারে ৯৭ রান ৩ উইকেট ।
19 Nov 2023, 2:46PM
আবারো উইকেট পতন ভারতীয় টিমের
চার রান করে প্যাভিলিয়নে ফিরলেন শ্রেয়াস আইআর । মাঠে নামলেন কে এল রাহুল
19 Nov 2023, 2:46PM
১০ ওভার শেষে ভারতের রান
১০ ওভারে ৮০ রান উইকেট ২
19 Nov 2023, 2:43PM
ফের উইকেট পতন
৪৭ রান করে , ম্যাক্সওয়েলের করা বলে আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরলেন রোহিত শর্মা।
19 Nov 2023, 2:25PM
৫ ওভার শেষে ভারতের রান -
৫ ওভার শেষে ভারতের রান ৩৭ , এক উইকেটের বিনিময়
19 Nov 2023, 2:23PM
ভারতের প্রথম উইকেট পতন :
স্টার্ক এর বলে আউট হলেন সুভমণ গিল । অ্যাডাম জাম্পা ক্যাচ টি নিয়ে অস্ট্রেলিয়া কে ম্যাচে ফেরত আনলেন
19 Nov 2023, 1:35PM
টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার , বিপক্ষে ভারত
সায়ন বসাক : বড়ো মঞ্চ। একটাই সুযোগ একটাই লক্ষ্য। বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া। বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে ম্যাচ। এদিন ১ লক্ষ ৩২ হাজার মানুষ উপস্থিত থাকবে এই মহাযুদ্ধের মাহেন্দ্রক্ষণে। ইতিমধ্যেই টস হয়ে গেছে এবং টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দুই দলেরই একই একাদশ রয়েছে। ফাইনাল ম্যাচ পরিচালনায় থাকবেন দুই আম্পায়ার রিচার্ড কেটলবরো, রিচার্ড ইলিংওয়ার্থ। থার্ড আম্পায়ার জোয়েল উইলসন, ফোর্থ আম্পায়ার ক্রিস গ্যাফানি এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। কালো মাটির পিচে খেলা হবে। রাতে শিশির প্রভাব ফেলবে। এবার দেখার বিশ্বকাপ কার হাতে ওঠে আজ।
19 Nov 2023, 1:35PM
এক নজরে দেখে নিন আজকের ভারতীয় টিম
রোহিত শর্মা , শুভমান , বিরাট কোহলি , শ্রেয়াস , কে এল রাহুল, সূর্য কুমার , জাদেজা , বুমরা, কুলদীপ , মোঃ সামি ও সিরাজ
19 Nov 2023, 1:35PM
শুরু হলো আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনালের প্রি ম্যাচ শো
19 Nov 2023, 12:45PM :
ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা বার্তা , শ্রী মোদির
আজ ২২ গজের লড়াই মুখোমুখি হতে চলেছে যুযুধান দুই পক্ষ , সবরমতীর তীরে মহারণ শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা বার্তা জানালেন নরেন্দ্র মোদী । আজ নিজের সমাজ মাধ্যমে ভারতীয় দলকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি।
19 Nov 2023, 12:15 PM
আজকের মহারনে দেখা যাবে আকাশে মুগ্ধ করা সূর্যকিরণ
বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে নরন্দ্র মোদী স্টেডিয়ামে। আহেমাদাবাদ এর মাঠে দেখা যাবে এক চমক । আকাশে ভারতীয় বায়ুসেনার ৯ টি যুদ্ধবিমান নিজেদের ঐশ্বর্য্য প্রস্ফুটিত করবে । প্রায় ১ লক্ষ দর্শক কে মন্ত্র মুগ্ধ করবে এই সূর্যকিরণ । সূত্র মারফত জানা যাচ্ছে, দুই দলের জাতীয় সংগীত এর পরেই হবে এই শো। শুধুই কি শো, একদমই নয় আরো অনেক কিছু করবে বলে ঠিক করেছে বিসিসিআই। ইতিমধ্যে তারা আমন্ত্রণ জানিয়েছেন পূর্বতর সমস্ত বিশ্বকাপ জয়ী অধিনায়কদের। কিন্তু ফাইনাল এর লড়াই এর পথ সহজ হবেনা । একদিক থেকে আশাবাদী থাকা যায় যে খেলোয়াড়দের ফর্ম দুর্দান্ত এবার দেখবার বিষয় কে বিজয়ী হয় ?