রোহিত মিস্ত্রি:- রাজনীতি জটিলতা সত্যি বড়ো দুষ্কর কিন্তু এখন ক্রিকেট এর আঙিনায় রাজনীতির প্যাচ কষাকষি করবেন বলে স্থির করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আগেও দেখেছি গেরুয়া রং নিয়ে সরকারকে নিশানা করেছেন বহুবার তিনি ।
গেরুয়া নাকি ধর্মের রং এমন মন্তব্য করেছেন তিনি। তেমন হলো আজ তিনি কেন্দ্র সরকারের ওপর আরোপ দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপর নাকি গেরুয়াকরণ করানো হচ্ছে । তিনি বলেছেন বহু মেট্রো স্টেশন ও নাকি গেরুয়া রং দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে।
মধ্য কোলকাতার পস্ত বাজারে পূজো উদ্বোধনের সময় তিনি এমন মন্তব্য করেছেন।
তিনি বলেছেন প্রথমে ২০১১ তে তারা গেরুয়া রং এর জার্সি পড়েছিল এখন আবার তারা পড়েছেন। এর প্রত্যুত্তরে বিজেপি নেতৃত্ব বলেছেন টীম ইন্ডিয়া নিজেই এই জার্সি নিজের ইচ্ছে তে নির্বাচন করেছে এখানে কোনো রকম অসঙ্গতি ছিল না বরং তাদের দাবি ছিল যেহেতু ভারত এর পতাকার রং গেরুয়া তাই তারা সেই রং নিজের সঙ্গে মিশিয়ে রাখবেন ও দেশের জন্য খেলবেন । এই স্বার্থেই এমন পোশাক।
ভারতের ক্রিকেট দল যারা বিশ্বকাপ এর ফাইনালে তাকে নিয়েও এমন রাজনীতি এর মোড়কে মুড়ে ফেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু দেশের ভালবাসা ও ত্যাগ এর সামনে হয়তো মমতা এর রাজনীতি নড়বড় হয়ে গেলো ।