জেনেনিন জগদ্ধাত্রী পুজোর পিছনে থাকা অজানা কাহিনি
জয়শ্রী দাস: শহর জুড়ে দুর্গা পুজো নিয়ে মাতামাতি হলেও নদীয়া ও কৃষ্ণনগর অঞ্চলে দশমীর পরে বিষাদের সুর লক্ষ্য করা যায়না কারণ এক মাস পর জগদ্ধাত্রী পুজোর আয়োজন শুরু হয়ে যায়।
নদীয়া জেলায় প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়।
নবাব আলীবর্দীএর রাজত্ব কলে নবাব রাজার কাছে ১২ লক্ষ্য টাকার নজরানা দাবি করে তাকে মুর্শিদাবাদে নিয়ে যান। রাজা কৃষ্ণচন্দ্র তার রাজ্যে ফেরার পথে বুঝতে পারেন বিজয়ার বাজনা শুনে এবছর তিনি দুর্গা পুজো অতিক্রম করে ফিরেছেন। মনে বিষাদের সুরে তিনি দেবী দুর্গার চতুর্ভূজা সিঙ্গবাহিনি রূপের দর্শন ও দেবীর জগদ্ধাত্রী রূপের মহাত্য প্রচারের স্বপ্নাদেশ পেলেন; সেই থেকেই শুরু জগদ্ধাত্রী পুজো।
হুগলির চন্দননগরে ৪ দিন ধরে জগদ্ধাত্রী পূজো হলেও নদীয়ার কৃষ্ণনগরে মূলত একদিনের নবমীর দিনই পুজো হয়; সেদিনই সপ্তমী ও অষ্টমীর পূজো সারা হয় নিষ্ঠা ভরে।
চলুন জেনে নিই এবছর পুজোর নির্ঘণ্ট,
এবছর জগদ্ধাত্রী পুজো নবমী তিথি শুরু হচ্ছে ২১ নভেম্বর মঙ্গলবার দিন ভোর ৩:১৬ মিনিটে এবং নবমী তিথি শেষ হচ্ছে ২২ নভেম্বর রাত ১:০৯ মিনিটে ।