২২শে শ্রাবণ এবং ভিঞ্চি দা এর প্রিকোয়াল দশম অবতার। জনগন বলছে দ্বিতীয় পুরুষ এর থেকে এটা অনেক বেশি আশা প্রত হয়েছে । জয়া আহসান, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর মূলত অভিনয়ে আলাদা ছন্দে প্রথম দিনে বাজিমাত করলো দশম অবতার।
দুই ছবির মিশেল এই ছবি নজর কেড়েছে নেটিজেনদের। সাইকোলজি ও সাইকোপ্যাথ এই দুই জিনিস কে প্রথম থেকেই ফুটিয়ে তোলেন সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি । জয়া আহসান এর পার্শ্ব চরিত্রে অভিনয় থেকে মুখ্য হয়ে ওঠা থেকে যীশু এর কল্কি অবতার হয়ে পাপ নাশ করার ভাবনা সব মিলে এক দারুন সামাজিক ভাবনা উঠেছে।
এক কথায় বলা যায় পুজোর সময় চলচ্চিত্র প্রেমী দের কাছে যেনো পুজোর অগ্রিম বোনাস। কিন্তু আজকেই মুক্তি পেয়ে রক্তবীজ, বাঘা যতীন এর মত ছবি । কিন্তু ভীড় এর রেকর্ড ভেঙেছে সৃজিত মুখোপাধ্যায়ের সিংহ রা।