হামাসের নৃশংসতায় কেঁপে উঠলো বিশ্ব
রোহিত মিস্ত্রি:- প্রথমেই আমরা প্রমাণ পেয়েছি মধ্যপ্রাচ্যের এই দুই দেশের মধ্যে লড়াইকে হাতিয়ার করেছে হামাস আতংবাদি সংগঠন। বর্বরতার সীমা ছাড়িয়েছে তারা বরাবরই। নারী জাতির উপর নিশংসতা এবং বর্বরতার চিত্র মধ্যপ্রাচ্যের কপালে যেন দাগ কাটিয়ে গেছে। প্রায় একমাস হতে চললো ইসরাইল ও হামাসের মধ্যেই যুদ্ধ প্রথমে দেখেছি যে এক নারীকে গণধর্ষণ করে ট্রাকের পেছনে বেঁধে সমগ্র ইসরাইল ঘুরিয়েছে হামাস সংগঠন।
তারপরে তাদের বর্বরতা যেন আরো কিছুটা গতি নিল আজ। সাত অক্টোবর শুরু হওয়াই যুদ্ধ এক মোর নিয়েছে আজকের দিনে প্রায় ১৪০০ মানুষের মৃত্যু কড়া বেড়েছে ইজরাইলের দরজায়।
কিন্তু আজ যেন বর্বরতার মাত্রাটা একটু বেশি হয়ে গেল। ইসরাইল ডিফেন্স জানিয়েছে তাদের X হ্যান্ডেল থেকে, এক গর্ভবতী অন্তঃসত্ত্বা মহিলার পেট থেকে সদ্যোজাত শিশুকে বার করে জনসম্মুখক্ষে সে শিশুর মুন্ডচ্ছেদ করে হামাদ সংগঠন। এই চিত্র দেখে রীতিমতো শিওরে উঠেছে বিশ্ব। এই চিত্র আর কদিন বাস্তবায়িত হবে কবে থামবেই যুদ্ধ সেটাই কিন্তু এখন বিশ্ব দরবার এবং ন্যাটোর কাছে ভাবনার বিষয়। মানবিকতা ও পাশবিকতার মধ্যে এই পার্থক্য মানবজাতিকে একেবারে দুর্গম করে দিয়েছে।