হামাসের পাশে কলকাতার মহাত্মা গান্ধী রোড এর অধিবাসীরা
রোহিত মিস্ত্রি:- গত ৭ ই অক্টোবর থেকে মধ্য প্রাচ্যের দুই শক্তির মধ্যে ক্ষমতার লড়াই আর সেই লড়াই এ আতঙ্ক বাদী সংগঠনের পাশে কলকাতার মহাত্মা গান্ধী রোড এর অধিবাসীরা। হ্যা ঠিক এই শুনেছেন।
আমাদের প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়েছে এই চিত্র। মহাত্মা গান্ধী রোড এর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে চোর বাগান এর দিকে যাওয়ার পথে একটা গলির কাছে টানানো হয়েছে এই পতাকা। যেই পতাকায় লেখা হয়েছে SAVE GAZA, FREE PALESTINE, INDIA IS WITH PALESTINE।
স্বভাবত হামাস এর পরোক্ষ ভাবে কোথাও একটা শক্তি এর উৎস্য হলো কলকাতার মহাত্মা গান্ধী রোড। যেই মাটিতে বিপ্লবের জন্য বীর দের জন্ম হয়েছে সেখান থেকেই আজ আতঙ্ক বাদী ও বর্বরতম গুঞ্জন ভেসে উঠলো। গণধর্ষণ, খুন , সদ্যোজাত শিশুকে বার করে তার মুণ্ড ছেদ সব কিছুর পরেও এমন রাজ্যের করুন অবস্থা ভাবায়। প্রশাসন কে এই বিষয়ে এখনো কিছু বলতে দেখা যায়নি ।
মানবিকতার মুখোশের আড়ালে পাশবিকতার চিত্র কলকাতার থেকে ।