মা লক্ষ্মী অচলা হয়ে থাকুন আপনার গৃহে-The Bengal Voice আপনাকে জানাচ্ছে কোজাগরি লক্ষ্মী পূজায় কোন কোন জিনিস বাড়িতে আনলে আপনার গৃহে ভরে উঠবে সুখ সমৃদ্ধিতে .....
রাত পোহালেই , কোজাগরি লক্ষী পূজা। দেবী লক্ষ্মী আদতে শান্ত স্বভাবের, সামান্যতম অশান্তি, হট্টগোল পছন্দ করেন না তিনি। আর এই স্বভাব সিদ্ধ কারণেই তিনি কিন্তু চঞ্চলা, অর্থাৎ সামান্য কারণ হেতু দেবী ত্যাগ করতে পারেন অশান্তির স্থান। দেবীকে আপনার গৃহ অচলা করে রাখতে এমন কিছু জিনিস আজ আপনি আপনার বাড়িতে আনতে পারেন, যার জন্য আপনি মায়ের কৃপা দৃষ্টি লাভ করতে পারেন। আসুন এক ঝলকে দেখেনি সেই জিনিসগুলি কি কি -
১. লক্ষ্মী কড়ি- মা লক্ষী কড়ি খুবই পছন্দ করেন। বাজারে অনেক ধরনের কড়ি উপলব্ধ। সঠিকভাবে বাছাই করে সুন্দর করি বাড়িতে স্থাপন করলে আপনার বাড়ির সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে।
2. রুপার কয়েন- কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন যদি রুপার গণেশ লক্ষী মূর্তি যুক্ত কয়েন তিনি আপনার মানি ব্যাগে রাখেন। অর্থাভাব এড়িয়ে যেতে পারেন আপনি।
৩. মা লক্ষ্মীর পাদুকা- দেবীর পাদুকা এদিন বাড়িতে স্থাপন করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়।
৪. কুবের মূর্তি- এই পূর্ণ তিথিতে বাড়িতে কুবের মূর্তি ধারণ করা খুবই সৌভাগ্যের বলে মনে করা হয়।
৫. স্ফটিকের শ্রীযন্ত্রম: বিভিন্ন নেগেটিভ শক্তিকে এড়িয়ে যেতে এর জুড়ি মেলা ভার। আপনার গৃহে পজিটিভ শক্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে এই দিন ঘরে আনুন স্ফটিকের শ্রীযন্ত্রম ।
দেবীকে সন্তুষ্ট রাখতে ভক্তি শ্রদ্ধার সাথে পূজা করুন মাকে। ভক্তির কোন বিকল্প নেই। চেষ্টা করবেন গৃহে শান্ত পরিবেশ বজায় রাখতে। আর অবশ্যই এড়িয়ে চলবেন অন্ন নষ্ট। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর ঝরে পড়ুক। সুখ সমৃদ্ধি ঐশ্বর্য ভরে থাকুক আপনার জীবন।