শ্রাবন্তী হালদার : শিরোনাম পড়েই হতবাক হচ্ছেন? ভাবছেন হ্যারি পটারের যাদু নগরী অশোকনগরে কিভাবে আসা সম্ভব? তবে এই অসম্ভবকেই সম্ভব করতে চলেছে অশোকনগর কল্যাণগড় পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেকারির মোড় ভ্রাতৃ সংঘ।
এবারে অশোকনগরের ভ্রাতৃ সংঘের জগদ্ধাত্রী পুজোর উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী পুজোর থিম হিসেবে দেখা মিলবে এই হ্যারি পটারের জাদু নগরীর। অশোকনগর কল্যাণগড়ের এই পুজো ২৯ তম বছরে পদার্পণ করতে চলেছে।
ইতিমধ্যেই পুজো কমিটির উদ্যোক্তাদের পরিকল্পনা সুসম্পন্ন হয়েছে বলেই জানা গিয়েছে। এবার শুধু তা বাস্তবায়িত করার অপেক্ষা পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন পুজো মন্ডপের মত এবারের জগদ্ধাত্রী দেবীর কাঠামোতে ও কিছু পরিবর্তন করা হবে। থাকবে অভিনবত্ব ও নতুনত্বের ছাপ।