শ্রাবন্তী হালদার : আজ কোজাগরী লক্ষ্মীপুজো। বরাবরের মতো আজ গৃহস্ত সমস্ত স্ত্রীরা
সংসারের লক্ষ্মীরা, করবেন মা লক্ষ্মীর পুজো। তবে কোন সময়ে পুজো করলে আপনার ভাগ্য ফিরবে তা জেনে নিন বিস্তারিত ।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই কোজাগরী পূর্ণিমার দিন রাতে দেবী লক্ষী তীর্থযাত্রায় বের হন।এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে মানা হয় এই কোজাগরি পূর্ণিমার রাতে চাঁদ থেকে নির্গত রশ্মি অমৃতের চেয়ে কম কিছু নয়। কোজাগরী লক্ষ্মীপুজো হয়ে থাকে আশ্বিন মাসে। হিন্দু ধর্ম মতে দেবী লক্ষ্মীকে ধনদৌলতের দেবী মনে করা হয়। তাই প্রতিটি হিন্দু পরিবারেই প্রতিবছর উপযুক্ত নিয়মাবলি ও বিধিনিষেধ মেনে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। পঞ্জিকা অনুযায়ী এ বছর শারদ পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমা শনিবার অর্থাৎ ২৮ অক্টোবর পালিত হবে।এবং শনিবার ২৮ অক্টোবর থেকে শুরু করে রবিবার ২৯ অক্টোবর রাত পর্যন্ত থাকবে এই পূর্ণিমা।সময়টা হল ২৮ অক্টোবর সকাল ৪ঃ১৭ মিনিট থেকে ২৯ অক্টোবর রাত ১ঃ৫৬ মিনিট পর্যন্ত। তবে এই দিন বিকেলে যেহেতু চন্দ্রোদয় ঘটবে সেহেতু উপযুক্ত সময় মেনেই পুজো করা বাঞ্ছনীয়। পুজো করার উপযুক্ত সময় হল রাত ৮ঃ৫২ থেকে ১০ঃ২৯ মিনিট ও ১২ঃ০৫ থেকে ১ঃ৪৫ মিনিট পর্যন্ত ।মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করতে ১০ঃ২৯ মিনিট থেকে ১২ঃ০৫ মিনিট এ সময়টি পুজো করার শ্রেষ্ঠ সময়।কারণ এই সময়ে চলবে অমৃতযোগ।এছাড়াও অবশ্যই লক্ষ্মী পূজার সমস্ত নিয়মাবলী মেনে নিষ্ঠা নিয়ে পূজা করুন কারণ শাস্ত্রমতে লক্ষ্মী দেবী খুব অল্পতেই সন্তুষ্ট হন তবে দেবীর পুজোতে সমস্ত নিয়মাবলী সুষ্ঠুভাবে পালন করতে হয়। আর এতেই সন্তুষ্ট হন বিষ্ণু ঘরণী।