চলুন একটু পিছিয়ে যাওয়া যাক । বেশি না মাত্র ৮-৯ দশক । সালটা ১৯৩১ All India Redio , আকাশবাণী থেকে সম্প্রচার শুরু হলো মহিষাসরমর্দিনী। একটি লাইভ অনুষ্ঠান ।
শোনা যায় গ্রামে গ্রামে রেডিও শোনানোর বিশেষ ব্যবস্থা করা হতো সে সময় এবং সারা গ্রামের লোক একসাথে বসে উপভোগ করত দেবী পক্ষের সূচনা ও চণ্ডী পাঠ। অত এব বলাই যায় আমাদের আগের বেশ কিছু প্রজন্মের কাছে মহালয়া মনে রেডিও , মহিষাুরমর্দিনী ও সেই সাথে অনুষ্ঠান শেষে পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ ।
যেমন বাঙালির জীবন থেকে হারিয়ে গেছে যৌথ পরিবার , কিছু সম্পর্ক , ঠিক যেমন ছোট্ট ঘরের ফ্ল্যাটের আয়তন এ ঠাই হয়নি সন্ধেবেলা লোডশেডিং e বাড়ির উঠোনে বসে গল্প করার ঠিক তেমনি আজকের সুপার ফাস্ট জীবন যাত্রায় ঠাই নেই রেডিওর নস্টালজিয়ার । আজ শহরের খুব কম মানুষই মহালয়ার দিনটাতে মনে করেন মহিষাসরমর্দিনীকে । খুব কম মানুষই উৎসুক হয়ে ঘড়ির অ্যালার্ম ছাড়াই উঠে পড়েন মহিষাুরমর্দিনীর প্রথম শঙ্খ ধ্বনির শব্দ শোনার আশায়। আজ আর শিশির , হিমেল হাওয়ার সাথে ভোরের সূর্য উদয়ের আগে কি মিশে যায় সেই উদাত্ত কন্ঠের চণ্ডী পাঠ??