বর্ধমানেও এবার ডিজনিল্যান্ড
রুপম মিস্ত্রী :মহা ধুমধামে কলকাতার শ্রীভূমিতে উদ্বোধন হলো "ডিজনিল্যান্ড"l আর ঠিক সেই দিনেই বর্ধমানের গুসকরার বাসিন্দা তপন দাস , ফেলে দেওয়ার জিনিস কে কাজে লাগিয়ে ৫ ফুট উচ্চতার ডিজনিল্যান্ড বানিয়ে অবাক করলেন সকলকে। পেশায় স্কুল শিক্ষক হলেও মনের ভিতর রয়ে গিয়েছিল শিল্পী সত্তা ।সেই শিল্পী সাত্তাকে কাজে লাগিয়েই স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুড়িয়ে আনেন বিভিন্ন ফেলে দেওয়া জিনিস, আর তা দিয়ে তৈরি করেন তাক লাগানো কারুকার্য ।তার প্রতিটি হাতের কাজেই থাকে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, কার্ডবোর্ড, ব্যবহৃত প্লাস্টিক, বাসন মাজার স্কচ ব্রাইট ছোবড়া এছাড়াও আরো বিভিন্ন টুকিটাকি অদরকারি ব্রাত্য জিনিসপত্র।
তার বাড়ি গেলে পাহাড় চূড়ার কেদারনাথ মন্দির থেকে শুরু করে সমুদ্রপাড়ের পুরীর জগন্নাথ মন্দির সমস্তটাই দেখতে পাবেন। কারণ এর আগেও তিনি বিভিন্ন মডেল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন মানুষকে। নিপুন নিখুঁতভাবে তৈরি করেছেন পুরীর জগন্নাথ মন্দির , তাছাড়াও ,হাজারদুয়ারি ,দক্ষিণেশ্বর মন্দিরের মডেল আরো কত কি তার মতে প্রতিবারই তার তৈরি করতে লেগেছে বিভিন্ন ফেলে দেওয়া সামগ্রী যা কিনা আমাদের কারোরই কাজে লাগে না আমরা বাতিল বলে ঘোষণা করেছি ।
তপন দাস এর কথায় - "ছোটবেলা থেকেই তার ভালো লাগতো ফেলে দেওয়া জিনিস কাজে লাগিয়ে ছোটখাটো হাতের কাজ তৈরি করতে পরিবারের লোকও কখনো বাধা দেয়নি বরং উৎসাহই দিয়েছে সেখান থেকেই শুরু পরবর্তীকালে স্কুল শিক্ষক হিসেবে চাকরি করা সত্ত্বেও সেই ভালোলাগা আর ছাড়তে পারেননি তপন