আজ থেকেই ঘরে বসেই পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের , তালিকার শুরুতেই সুজিত বোসের শ্রীভূমি স্পোর্টিং
প্রতিবছর পুজোগুলি মহালয়ার আগেই উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় চেতলা অগ্রণীর মত একাধিক মণ্ডপে মায়ের চোখও আঁকেন নিজের হাতে । কিন্তু এবছর ভার্চুয়ালি পুজোর উদ্বোধন সারছেন তিনি। স্পেন এবং দুবাই থেকে ফেরার পরে পায়ের চোটের জন্য বর্তমানে ঘরবন্দি অবস্থায় বিশ্রামে রয়েছেন তিনি। তাই এ বছর তাঁর হাত দিয়েই বড় পুজোগুলির উদ্বোধন হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা দেখা দিলেও পুলিশ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি পুজোগুলির উদ্বোধন করবেন। আজ, বৃহস্পতিবার থেকেই সেই ভার্চুয়াল উদ্বোধন শুরু হওয়ার কথা।
প্রথম দিন শ্রীভূমি-সহ হাতিবাগান , টালা প্রত্যয়, এন্টালি মাতৃভূমি সহ কলকাতার ৬টি পুজোর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। লালবাজার জানিয়েছে, মুখ্যমন্ত্রী এ বার কলকাতা পুলিশ এলাকার ৫০টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন বাড়ি থেকেই করবেন। তার বদলে ভার্চুয়ালি প্রায় ৮০০-র বেশি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তথ্য ও সস্কৃতিদপ্তরের খবর অনুযায়ী আজ বিকেল চারটে নাগাদ প্রথমে দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির পুজো ভার্চুয়ালি উদ্বোধন করবেন। উৎসব মুখর বাঙালিকে সামলাতে ইতিমধ্যেই তৈরি ট্রাফিক পুলিশের রুট ম্যাপ। শহরের মূল রাস্তার পাশে তৈরি ব্যারিকেড। শেষ মুহূর্তের কিছু টাচআপ বাকি থাকলেও মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর আজ থেকেই ঠাকুর দেখতে ভিড় জমাবে উৎসাহী জনতা। তাই বিকেলের দিকে লেকটাউন অঞ্চলে জনতার ভিড়ে যাতে ট্রাফিকে কোনও চাপ না পড়ে তার জন্য সতর্ক কলকাতা পুলিশ। শ্রীভূমি ছাড়াও হাতিবাগান সার্বজনীন, আহিরীটোলা , টালা প্রত্যয় সহ উত্তর কলকাতার ছয়টি স্টার পুজোর। ফলে পুজো উদ্বোধনের পর আগেভাগে ঠাকুর দেখতে অত্যুৎসাহী দর্শকের ভিড় এদিন রাস্তায় নামবে তা বলাই বাহুল্য।