স্নেহা ঢালী: 'সভ্য' পোশাক ছাড়া কোনও ভক্তকেই আর দর্শনের অনুমতি দেওয়া হবেনা নীলাচলে । জানা গেছে আগামী বছর ১ লা জানুয়ারি থেকে এই নতুন পোশাকবিধির নিয়ম কার্যকর হতে চলেছে পুরীর মন্দিরে। মন্দির পরিচালনা কমিটির সদস্য মাধব মহাপাএ ও প্রশাসনিক প্রধান রঞ্জনকুমার দাস জানিয়েছেন, আধুনিক পোশাক অর্থাৎ ছেঁড়া জিন্স, হাফ প্যান্ট, হাতকাটা জামা এসব পরে সমুদ্রসৈকতে ঘোরা যায়, কিন্তু এই পোশাক মন্দিরের জন্য উপযোগী নয়। এতে মন্দিরের পবিত্রতা নষ্ট হচ্ছে বলে অভিযোগ কর্তৃপক্ষের। তাই এই নতুন পোশাকবিধি আনতে চলেছেন তারা।
এই পোশাকবিধি শুধু মহিলাদের জন্য নয়, পুরুষ এবং শিশুদের ক্ষেএেও এই একই নিয়ম প্রযোজ্য। মন্দিরের কার্যালয়ে এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। তবে চার বছরের নিচে বাচ্চাদের এই পোশাক বিধির আওতায় আনা হচ্ছে না । প্রসঙ্গত পশ্চিম ভারতের একাধিক মন্দিরে দীর্ঘদিন ধরেই চালু রয়েছে মন্দিরের পোশাক বিধি । এবার সেই পথেই হাঁটলো পুরীর জগন্নাথ মন্দির । জগন্নাথ মন্দিরে প্রবেশের জন্য এবার থেকে পড়তে হবে মন্দির উপযোগী পোশাক ।