বাংলার লগ্নি চিত্রে এবার কি বদল হতে চলেছে ? তবে কি ভাগ্য বদলাতে চলেছে পরিযায়ী শ্রমিকদের ?
ওয়েব ডেস্ক : রাজ্যে বিনিয়োগ টানার লক্ষ্যে গত মঙ্গলবার রাজারহাটের বিশ্ববাংলা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হয়েছিল বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। সেই উপলক্ষে ৪০ টি দেশের শিল্পপতিরা পা রেখেছিলেন শহরে । বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৩ থেকে প্রায় ৩৭৬২৮৮ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পেল পশ্চিমবঙ্গ। পাশাপাশি এই দু'দিনের সম্মেলনে মোট ১০৮৮ টি চুক্তি (MOU) স্বাক্ষরিত হয়েছে। সেকারণেই বিভিন্ন দেশ থেকে আগত সকল ব্যবসায়ী ও শিল্পপতিদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার প্রশ্ন আদেও কি শিল্পপতিরা বিনিয়োগ করবেন এ রাজ্যে । সে বিষয় উত্তর এখন খোঁজার সময় নয় । যদিও গত পাঁচ বার এর শিল্প সম্মেলনের সার্থকতা নিয়ে একাধিক বার প্রশ্ন তোলেন বিরোধী রা । একাধিক বার দাবি ও উঠেছে শ্বেতপত্র প্রকাশের । কিন্তু রাজ্যের বৈদেশিক বিনিয়োগের সঠিক পরিসংখ্যান এখনো অবদি অধরা ।
তবে এবার প্রশ্ন ,এই ষষ্ঠ শিল্প সম্মেললনের মাধ্যমে সত্যিই কি এবারে রাজ্যের লক্ষ্মী লাভ হতে চলেছে ? যে পরিমাণ বিনোগের প্রস্তাব এসেছে ,সে পরিমাণ বিনিয়োগ যদি এ রাজ্যে বাস্তবেই হয়, তবে হয়তো সত্যিই তা পশ্চিমবঙ্গের জন্য লক্ষ্মী লাভই বটে । বাংলার পরিযায়ী শ্রমিক দের ভাগ্য হয়তো কিছুটা বদলাবে ।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিনে , মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বারবার ঘুরে ফিরে আসে ক্ষুদ্র ও কুটির শিল্পের (MSME) প্রসঙ্গ। তিনি বলেন, 'আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন।' এছাড়াও তিনি বলেন ক্ষুদ্র ও কুটির শিল্প এমন একটা খাত, যেখানে বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এ রাজ্যে প্রায় ৯০ লাখ স্বনির্ভর গোষ্ঠী আছে ।