আজ হাই ভোল্টেজ রবিবার, আজ ইডেনে মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা। ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা মহারনের সমস্ত লাইভ আপডেট The Bengal Voice এর সাথে ।
IND vs SA, CWC 2023 Live: ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা মহারণ, অপরাজিত থাকতে মরিয়া টিম ইন্ডিয়া ।
Updated: 05 Nov 2023 , রোহিত মিস্ত্রি এবং দেবমাল্য ভট্টাচার্য্য এর সাথে ।
_______________________________________________________
05 Nov 2023, 8:35 PM
দক্ষিণ আফ্রিকা কে ২৪৩ রানে হারালো ভারত ।
৮৩ তেই প্যাভিলিয়নে সমগ্র সাউথ আফ্রিকা শিবির
রোহিত মিস্ত্রি:- ৮৩ তে দক্ষিন আফ্রিকা এর গাড়িতে ব্রেক লাগলো । ভারতীয় স্পিনের জাদুকর জাদেজা ও কুলদীপ যাদব এর বল এর সামনে নত হলো প্রোটিয়া রা। পাঁচটি উইকেট নিলেন জাদেজা । ভারতের কাছে প্রতিহত দক্ষিণের প্রোটিয়া রা ।
কোহলি এর শত রান আর শ্রেয়াস এর ৭৭ ভারত কে ৩২৬ তে পৌঁছাতে বিশেষভাবে সহায়তা করে । রোহিত শর্মা এর ৪০ রান এর জন্য মিডল অর্ডার কে এক প্রকার সেট করে দিয়ে গেছেন অধিনায়ক। প্রসঙ্গত আজকের ম্যাচেই ৪৯ তম সেঞ্চুরি করলেন বিরাট । পরবর্তী খেলা ভারত বনাম নেদারল্যান্ডস।
ওয়ান ডে তে পর পর তিনবার দক্ষিণ আফ্রিকা কে বাজিমত করলো ভারত ।
05 Nov 2023, 8:00 PM
জাদেজার যাদুতে প্যাভিলিয়নে কেশব মহারাজ
কেশব মহারাজকে ক্লিন বোল্ড করে প্যাভিলিয়ন এর পথ দেখালেন জাদেজা । দক্ষিন আফ্রিকা এর স্কোর 67/7
05 Nov 2023, 7:51 PM
ফের উইকেট পতন
16.3 ওভার শেষে প্যাডল স্বীপ খেলতে গিয়ে ক্লিন বোল্ড ডেভিড মিলার । উইকেট নিলেন জাদেজা । 63/6
আইসিসি বিশ্বকাপ এ জাহির খান ও শ্রীনাথ কে পেছনে ফেলে সর্বোচ্চ উইটকেট নিলেন শামী । তার ঝুলিতে 47 টি উইকেট ।
05 Nov 2023, 7:34 PM
ইন্ডিয়া ঝড়ে নাজেহাল দক্ষিণ আফ্রিকা , ফের উইকেট পতন
দক্ষিন আফ্রিকা এর মেরুদন্ড বলে অভিহিত ভ্যান ডার দুষেন কে lbw আউট করলো মোহাম্মদ শামী। 13.1 ওভার শেষে 40/5 দক্ষিণ আফ্রিকা
05 Nov 2023, 7:30 PM
তাসের ঘরের মতো ভেঙে পড়ছে দক্ষিণ আফ্রিকা শিবির
দক্ষিন আফ্রিকা এর সবচেয়ে ভয়ানক ব্যাটসম্যান হেনরিক ক্লাসন কে lbw করলো ভরতের বা হাতি স্পিনার জাদুকর জাদেজা । 12.5 অভার শেষে 40/4 দক্ষিন আফ্রিকা
05 Nov 2023, 7:15 PM
9.5 ওভার এর শেষ বলে কট বিহাইন্ড হলেন মার্করাম, উইকেট নিলেন মোহাম্মদ শামী
৯.৫ ওভার এর শেষ বলে কট বিহাইন্ড হলেন মার্করাম, উইকেট নিলেন মোহাম্মদ শামী ।
১০ ওভার শেষে দক্ষিন আফ্রিকা এর রান 35/3 ।
05 Nov 2023, 7:09 PM
জাদেজা এর বল এ ক্লিন বোল্ড দক্ষিন আফ্রিকা এর অধিনায়ক বাভূমা। 8.3 ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর 22/2 ।
05 Nov 2023, 5:49 PM
দক্ষিণ আফ্রিকাকে ৩২৭ রানের টার্গেট টিম ইন্ডিয়ার ।
05 Nov 2023, 5:46 PM
ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শত রান কিং কোহলির
ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান বিরাট কোহলির । ৩৫ তম জন্মদিনে নিজেই নিজেকে ১০০ রান উপহার কিং কোহলির । এক দিনের ক্রিকেটে ৪৯ তম শতরান কিং কোহলির । ২২ গজের বিরাট রাজা । জন্মদিনে শচীনকে স্পর্শ বিরাটের । ১১৯ বলে শত রান কোহলির । চলতি বিশ্বকাপে দ্বিতীয় শত রান কোহলির ।
05 Nov 2023, 5:36 PM
ক্রিকেট বিশ্বকাপ: ১৪ বলে ২২ রানে আউট সূর্যকুমার যাদব, ভারত ২৮৫/৫ (৪৬ ওভার), বিপক্ষ দক্ষিণ আফ্রিকা
05 Nov 2023, 5:03 PM
৪০ ওভার শেষে ভারতের রান
৪০ ওভার শেষে ভারতের রান ২৩৯ , তিন উইকেটের বিনিময়ে
05 Nov 2023, 4:42 PM
৮৭ বলে ৭৭ রান করার পর আউট শ্রেয়স
৩৬.৫ ওভারের শেষে , ৮৭ বলে ৭৭ রানে আউট শ্রেয়াস আই আর রান ২২৭ , তিন উইকেটের বিনিময়ে
05 Nov 2023, 4:12 PM
৩০ ওভার শেষে ভারতের রান
৩০ ওভার শেষে ভারতের রান ১৭৯ , ২ উইকেটের বিনিময়ে
05 Nov 2023, 3:32 PM
২০ ওভার শেষে ভারতের রান
২০ ওভার শেষে ভারতের রান ১২৪
05 Nov 2023, 3:12 PM
১৫ ওভার শেষে ভারতের রান
১৫ ওভার শেষে ভারতের রান ১০৫ , ২ উইকেটের বিনিময়ে
05 Nov 2023, 2:52 PM
আরো একটি উইকেট পতন ভারতের
১০.২ ওভারে ওপেনার সুভমান গিল কে ক্লিন বোল্ড করলেন ,কেশব মহরাজ । ভারতের স্কোর ৯৩/২
05 Nov 2023, 2:50 PM
১০ ওভার শেষে ভারতের রান
১০ ওভার শেষে ভারতের রান ৯১ , ১ উইকেটের বিনিময়ে ।
• 05 Nov 2023, 2:32 PM
৫ ওভার ৫ বলে আউট রোহিত শর্মা , মাঠে বিরাট
মিড অন এ হাতে ক্যাচ এর ফলে রোহিতের গাড়িতে ব্রেক কসলো দক্ষিন আফ্রিকা এর কাগিসো রাবাদা । মাঠে নাবছেন বিরাট কোহলি
• 05 Nov 2023, 2:28 PM
পাঁচ ওভার শেষে ভারতের রান
খেলার শুরুতেই এস্কেলেটর এ পা দিয়ে গতি বাড়িয়েছে ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও গিল। ৫ ওভার শেষে৬১ রান করলো টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট করছে অধিনায়ক রোহিত শর্মা ৪০রান করে ও সঙ্গে গিল করেছে ১২।
• 05 Nov 2023, 2:01 PM
শুরু হলো ভারত ও দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ ম্যাচ
ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা এবং শুভমন গিল। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ওভার বল করছেন লুঙ্গি এনগিদি।
• 05 Nov 2023, 1:41 PM
ভারতীয় দল অপরিবর্তিত, একটি পরিবর্তন হচ্ছে দক্ষিণ আফ্রিকার টিমে
জেরাল্ড কোয়েটজির পরিবর্তে দক্ষিণ আফ্রিকার দলে
এসেছেন তাবরেজ শামসি। এক নজরে দেখুন ভারতীয় দল -
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।
• 05 Nov 2023, 1:34 PM
টসে জিতে ব্যাটিং এর সিধান্ত টিম ইন্ডিয়ার , বিপক্ষে দক্ষিণ আফ্রিকা
• 05 Nov 2023, 1:30 PM
ইডেনের পিচ আজ কাদের পক্ষে যাচ্ছে দেখে নিন
খেলা বেশ জোর কদমে চলবে আজ। দুটো দলকেই বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে কিন্তু মাথা ব্যথার কারণ হতে পারে ইডেনের পিচ। পিচ ব্যাটসম্যান দের পক্ষেই যাবে বলে বিশেষজ্ঞ দের মত । কিন্তু পিচ এর অবস্থা স্পিনার দের অনেকটাই সুবিধে দেবে। ভারতের কুলদীপ যাদব, জাদেজা তো রয়েছে কিন্তু স্পিনার দের সুবিধা এর কথা মাথায় রেখে কি অশ্বিন কে সুযোগ দেওয়া হবে সেটাই এখন দেখতে চান ভারতের দর্শক। দক্ষিন আফ্রিকা এর হয়ে কেশব মহারাজ ও তাব্রেজ শামসি স্পিন বোলিং এর দায়িত্ব পান করবেন । কিন্তু সংবাদ সংস্থা পিটিআই বলেছে , ইডেনের পিচ এ রান তারা করলে জেতার সম্ভাবনা বেশি ।
• 05 Nov 2023, 12:30 PM
ম্যাচের আগে জেনে নিন আজকের আবহাওয়া
আজ হাই ভোল্টেজ রবিবার, আজ ইডেনে মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা।কেমন থাকবে আকাশ? হাওয়া অফিসের পূর্বাভাস রবিবার আকাশ পরিস্কার থাকবে। তিলোত্তমায় শীতের আমেজ কিছুটা হলেও ভাটা পড়েছে । তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে । রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি । গতকালের শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক ডিগ্রি বেশি । আজ সারাদিনের তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । আকাশ থাকবে পরিষ্কার । আর কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে । বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই । রাতের দিকে তাপমাত্রা কিছুটা হলেও নামতে পারে ।