আজ ইডেনে বিশ্বকাপের মহাষ্টমী , সাথে উদযাপন "বিরাটের" জন্মদিন
রোহিত মিস্ত্রি :- আজ ৫ ই নভেম্বর অর্থাৎ আজকে জন্মদিন ভারতীয় ক্রিকেট দলের পূর্ব অধিনায়ক ও বর্তমান দিনের সবচেয়ে সেরা খেলোয়াড় বিরাট কোহলি এর । আজ সেটার সাক্ষী হতে চলেছে ক্রিকেটের নন্দন কানন। কলকাতার ইডেন গার্ডেনে বিশ্বকাপের মহারণে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিন আফ্রিকা। আর সেই দিনই আবার জন্মদিন বিরাট এর । ক্রিকেট প্রেমীদের জন্য এক উপরি পাওনা এটা ।
আজ ৩৫ তম জন্মদিনে পা দিলেন কিং কোহলি । অষ্টম জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া ।
জয়ের বিষয়ে বেশ আশাবাদী দুই দলই । আজ যদি ভারতীয় দল জয়ের শিরোপা ছিনিয়ে আনতে পারে দক্ষিন আফ্রিকার হাত থেকে তবে সেটা হবে কিং কোহলির জন্য সবচেয়ে ভালো উপহার।
কোহলির জন্মদিনে সেজে উঠবে কোলকাতার ইডেন কিন্তু বিঘ্ন দিলো বিসিসিআই
আজ দক্ষিন আফ্রিকার সাথে মুখোমুখি হতে চলেছে ভারত । এই হাইভোল্টেজ ম্যাচের দিকে নজর রয়েছে আপামর ভারতবাসীর । এই হাইভোল্টেজ ম্যাচের পাশাপাশি রয়েছে কিং কোহলির জম্মদিন। তাই উত্তেজনা আরো তুঙ্গে ক্রিকেট প্রেমীদের মধ্যে । CAB ঠিক করেছিল সকল দর্শক দের কোহলির মুখোশ দিতে। আর সঙ্গে করতে চায় লেসার শো। কিন্তু সেসব করতে দেব না বিসিসিআই। ইতিমধ্যে বিরাট কোহলির কাট আউট ছেয়ে গেছে রেড রোড এলাকা ।
গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার সময় এমন কিছু করতে নাকোচ করলেন বিসিসিআই । কিন্তু cake কাটিং ও খাওয়া দাওয়া সেটা শুধু ড্রেসিং রুমে করতে হবে বলে জানিয়েছেন বিসিসিআই ।
বিসিসিআই এর এমন সিদ্ধান্ত এর পরেও ক্রিকেট এর নন্দনকানন সেজে উঠবে কিং এর জন্মদিন এর জন্য ।