শিলা রাজবংশী : আজ বিশ্বকাপের মহারণে মুখোমুখি হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা । ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের একাধিক কালোবাজারির অভিযোগ উঠেছে । আর ঠিক এই পরিস্থিতিতেই ইডেন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে নতুন স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন দর্শকেরা।
বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য রাজ্যপাল সি বি আনন্দ বোস উন্মুক্ত করছেন রাজভবনের দরজা । রাজভবনে বসেই খেলা দেখতে পারবেন দর্শকেরা
রাজভবন সূত্রে খবর , রবিবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত খুলে দেওয়া হবে রাজভবন এর দরজা , রাজভবনে বড় পর্দায় একসঙ্গে ৫০০ জন বসে খেলা দেখতে পারবেন । যারা প্রথমে আসবেন তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে । দর্শকরা আগে থেকে নাম নথিভুক্ত করতে পারবেন , তার জন্য রাজভবনের পক্ষ থেকে দেওয়া হয়েছে , একটি মেইল আইডি - aammnesaamne.rajbhavankolkata@gmail.com
এরই সঙ্গে লাগবে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স ।
রাতভবনের এই স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে জনতার ক্রিকেট স্টেডিয়াম । জনতার স্টেডিয়ামে খেলা দেখার জন্য দর্শক দের সঙ্গে আনতে হবে সচিত্র পরিচয়পত্র ।