শীতের শুরুতেই খুশির খবর , আলিপুর চিড়িয়াখানায় আসছে পেঙ্গুইন ও বিশ্বের সবথেকে বড় সাপ গ্রিন অ্যানাকোন্ডা
স্নেহা ঢালী: এবার থেকে খাস কলকাতাতেই দেখা মিলবে পেঙ্গুইনের । ভাবছেন ঠিক পরছি কিনা ? হ্যাঁ একদমই ঠিক শুনছেন , এইবার শীতে আলিপুর চিড়িয়াখানায় দেখতে পাবেন পেঙ্গুইন । প্রতিবছরই শীতের মরশুমে রেকর্ড ভিড় হয় আলিপুর চিড়িয়াখানায় । তাই আলিপুর চিড়িয়াখানাকে আরো আকর্ষনীয় করে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। ইতিমধ্যে বিশেষ তোর জোরে শুরু হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে ।
এই শীতেই চিড়িয়াখানায় দেখা মিলতে পারে পেঙ্গুইন, ব্রাজিল ও ইকুয়েডরে আমাজনের চিরহরিৎ অরণ্যে থাকা গ্রিন অ্যানাকোন্ডা সহ আফ্রিকার সিংহের।
আলিপুর চিড়িয়াখানায় সূত্রে খবর ,
চিড়িয়াখানায় যে পেঙ্গুইন আনার পরিকল্পনা চলছে তা মেরু প্রদেশ থেকে নয়, এই পেঙ্গুইন আনা হবে দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে। কিন্তু কবে এই পেঙ্গুইন কলকাতায় এসে পৌঁছাবে সেই সব দিনক্ষণ এখনো স্থির হয়নি ।