রোহিত মিস্ত্রি :- প্রথম কত গুলো ম্যাচ এর পরেই বাংলাদেশ এর বিরুদ্ধে খেলার দিন , চোট পেয়েছিল হার্দিক। বাংলাদেশ এর বিরুদ্ধে বল করবার সময় রীতিমত বেশ কস্ট এর মধ্যেই দেখা যাচ্ছিল তাকে , রান আপ নিতে বহুবার কসরত করতে হয়েছে তাকে । অবশ্য তারপরে গত ম্যাচ গুলি তে কার্যত আর দেখা গেলো না ভারতের অলরাউন্ডার এই প্লেয়ারটি কে । কিন্তু এর মধ্যে আশা ছিল তিনি ফিরবেন ,সেমিফাইনাল গুলির জন্য কিন্তু সেই আনন্দের আতিশয্যে আগুন যেনো নিভে গেলো আজ । বিশ্বকাপ থেকে চোট এর জন্য ছিটকে গেলেন ভারতের অলরাউন্ডার এই তারকা খেলোয়াড় । আপাতত কিছুদিন বিশ্রামেই থাকছেন তিনি ।
দেশের অলরাউন্ডার দের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কিন্তু তার ছিটকে যাওয়ার জন্য কার্যত জাদেজা কে একাই সেই দায়িত্ব নিতে হবে । দলে নতুন সংস্করণ হিসেবে এলেন ডান হাতের পেস বোলার প্রসিদ্ধ কৃষ্ণা। পেস বোলিং এর আগে থেকেই অনেক সংযোজন আছে তার মাঝ পেস বোলার কতটা কার্যকর সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেলো ।