বিশ্বকাপ এর বাছাই পর্বে আজ ভারত বনাম কাতার
রোহিত মিস্ত্রি:- দেশবাসীর এর এক অন্যতম খেলা এর মধ্যে একটি ফুটবল। বর্তমানে এই খেলা দেশবাসীর কাছে বেশ জনপ্রিয়। আজ থেকে বছর দশ আগেও এমন শোরগোল ছিল না কিন্তু কার্যত বিভিন্ন বৈঠক ও ম্যাচে দারুন পারফরম্যান্স এর দরুন ফুটবলকে ভারতে বেশ জাকজমোক ভাবেই প্রকাশ করা হচ্ছে ।
২০২৬ বিশ্বকাপ ও এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে নামছে ভারত । প্রথম ম্যাচ কুয়েত এর বিরুদ্ধে ১-০ এর ব্যবধানে জিতে যায় ভারত, মানভির এর বা পায়ের জোরালো শট এর জেরে ভারত এমন এক দল যে কুয়েত কে এখনো অবধি হারাতে সক্ষম হয়েছে । আজ সন্ধ্যে ৭ টায় দ্বিতীয় ম্যাচ ভারত বনাম কাতার।
গত ম্যাচে কতার, আফগানদের ৮ গোল দিয়েছে তাই ভারতের জন্য একটা অগ্নিপরীক্ষায় নামতে চলেছে সুনীলরা। কিন্তূ ভারতের কোচ ইগোর স্টিম্যাচ বেশ আত্মবিশ্বাসী নিজের দল নিয়ে ।
চলতি বছর ভারত ঘরে ১১ টি এর মধ্যে ৯ টি জিতেছে ও ২ টি ড্র করেছে । এমনকি টানা ৮ ম্যাচে গোল খায়নি তারা । এমন ধারাবাহিকতা অব্যাহত থাকার জন্য প্রস্তুত ভারত ।