রুপম মিস্ত্রি:- বিবেকবান মানুষ চায় মনুষ্যত্ব ফিরে আসুক। সেই দাবিতে ইসরাইলি আক্রমণের বিরুদ্ধে ৬ ই নভেম্বর বেলঘড়িয়ার কিছু সচেতন নাগরিক এবং এপিডিআর এর মত মানবাধিকার রক্ষা সমিতির মিলিত প্রয়াসে একটি পদযাত্রা সম্পন্ন হয়। পদযাত্রা লোক সংখ্যা খুব কম হলেও তাদের দাবি অবিলম্বে গাজার উপর থেকে ইসরাইলি সেনার আক্রমণ প্রত্যাহার করতে হবে । ইতিমধ্যেই গাজায় নিহত প্রায় চার হাজার শিশু, প্রচুর প্যালেস্টিনিও আক্রান্ত । এ নির্মম অত্যাচারের বিরুদ্ধে নীরব থাকতে পারেনি সচেতন মানুষ ।
তাই এই অমানবিকতার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন বেলঘরিয়ার বেশকিছু বাসিন্দা । এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারত সরকারের চুপ থাকাকে নিন্দা করে স্লোগান দিয়েছেন তারা পদযাত্রায়। এছাড়াও কলকাতার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে শুরু হয়েছে ইজরাইলের আক্রমণের বিরুদ্ধে এবং প্যালেস্টাইনের মুক্তির পক্ষে পদযাত্রা ,পথসভা ইত্যাদি। কিছুদিন আগেই কলকাতার মেটিয়াবুরুজ অঞ্চলের সম্পন্ন হয়ে একটি পথসভা। সেখানে প্রায় ১০ হাজার সচেতন নাগরিক উপস্থিত ছিলেন। ইতিমধ্যে ৭ই নভেম্বর বিভিন্ন ছাত্র সংগঠন এবং অন্যান্য সংগঠনের তরফ থেকে রামলীলা ময়দান থেকেও একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে শহর কলকাতার বহু সংখ্যক মানুষ চায় যুদ্ধ নয় শান্তি ।