রোহিত মিস্ত্রি :- ফিরে আসার জন্য যেটা দরকার একটা বড় ধাক্কা আর সেখান থেকে বেরিয়ে আসার জন্য সাহস আর অদম্য ইচ্ছা শক্তি । সেটার প্রমাণ পেলো আজকে মুম্বাই এর ওয়াংখেড়ে স্টেডিয়াম।
এভাবেও ফিরে আসা যায়, একদম এটাই সত্য হলো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মাক্সওয়েল। সঙ্গে পূরণ হলো নিজের ডবল সেঞ্চুরি। বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গেলো মধ্য প্রাচ্যের আফগান রা। আফগানিস্তান প্রথমে একেবারে বেধে রেখেছিল অস্ট্রেলিয়া কে । মাক্সওয়িল যখন মাঠে আসে তখন তাদের রান ৯১/৭ । কিন্তু যখন মাঠ ছাড়লো তখন ২০০ রান নিজের নামে সঙ্গে রইলো ঐতিহাসিক এক খেলার নমুনা । এহেন পরিস্থিতিতে দেশের হয়ে এমন কিছু করতে পারবে সেটা কেউ ভাবতেই পারেনি কিন্তু অদম্য ইচ্ছে থাকলে সব সম্ভব সেটাই ফলত বুঝিয়ে দিল গ্লেন ম্যাক্সওয়েল। গোটা ক্রিকেট জগতের সর্বকালের সেরা একটা নক খেললেন এই ক্যাঙ্গারু এর দেশের ব্যাটসম্যান ।