টানা হারের পর , নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে জয় পেলো ইংল্যান্ড
সায়ন বসাক : টানা হারের পর কিছুটা স্বস্তির জয় এলো ইংল্যান্ডের। এবারের বিশ্বকাপে ভাগ্য সহায় দিল না তাদের। পয়েন্টস টেবিলের একেবারে শেষে অবস্থান করেছিল থ্রি লায়নস।
২৫এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি কোয়ালিফাই করতে হলে তাদের পয়েন্টস টেবিলের উপরে আসতেই হতো। শেষ দুই ম্যাচে জয় দরকার ছিল। বুধবার পুনেতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামেন জস বাটলাররা। টস জিতে ব্যাটিং নেয়। আজ পরিকল্পনা কার্যকর হলো তাদের।
প্রথমে ব্যাট করে ৩৩৯ রান তুললেন ইংল্যান্ড। বেন স্টোকসের ব্যাটে এলো প্রথম ওডিআই বিশ্বকাপের শতরান। ৮৪ বলে ১০৮ রান করেন তিনি। তাঁর একটি ক্যাচ মিস করেন আরিয়ান দত্। জীবনদান পেয়ে কাজে লাগালেন সুযোগ। সাথে ডেউড মালান করেন ৮৭ রান ও ক্রিস ওকস করেন ৫১ রান।
নেদারল্যান্ডস এদিন দুরমুশ হয়ে যায় ইংল্যান্ডের কাছে। ১৭৯ তেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। লড়াই করলেও জয়ের মুখে পৌঁছাতে পারলেন না এডওয়ার্ডসের নেদারল্যান্ডস। এই বিশ্বকাপে দ্বিতীয় জয় ইংল্যান্ডের। পয়েন্টস টেবিলের সপ্তম স্থানে উঠে আসলেন তাঁরা। পরবর্তী ও শেষ ম্যাচ তাদের ইডেন গার্ডেন্সে মুখোমুখি পাকিস্তান।