বাইশ গজের বিরাট রাজা : ক্রিকেটের নন্দন কাননে এবার বিরাটের ছবি
সায়ন বসাক : ইডেনে হলো বিরাট পরিবর্তন! হ্যাঁ। ঠিকই পড়েছেন। ইডেন গার্ডেন্সের ক্লাবহাউসের বাইরের দেওয়ালে যেসকল কিংবদন্তিদের ছবি রাখা আছে তাদের ছবির পাশে স্থান পেল বিরাট কোহলির ছবি। সম্প্রতি বিশ্বকাপে ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচে ইডেনে তাঁর ৪৯তম শতরান করেছিলেন কিং কোহলি । আর সেই শতরানের মধ্যে দিয়ে ছুঁয়ে ফেলেছিলেন সচিনের রেকর্ড । আর তারপরেই আমূল পরিবর্তন ইডেনের ক্লাবহাউসের দেওয়ালে।
 |
ক্লাব হাউসের দেওয়ালে বিরাটের ছবি |
সেই ম্যাচের শতরান মুহূর্তকে সযত্নে তুলে রাখা হলো পোষ্টার আকারে। ক্লাবহাউসের দেওয়ালে সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামী, কপিল দেবের বিশ্বজয়, ভিভিএস লক্ষনের শতরানের ছবি রয়েছে। এবার তাদের পাশেই স্থান পেল চেজ মাস্টার বিরাট কোহলির ছবি।