স্বপ্নের নগরী মুম্বাই এ আজ মহারণ ভারত ও নিউজিল্যান্ড এর
রোহিত মিস্ত্রি :- আজ ১৫ ই নভেম্বর,২০২৩ মুম্বাই এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত বনাম নিউজিল্যান্ড এর প্রথম সেমিফাইনাল। ভারত টেবিল এর প্রথম ও নিউজিল্যান্ড চতুর্থ স্থানে নিজেদের গ্রুপ স্টেজ সম্পন্ন করেছে।
তাই প্রথম সেমিফাইনাল এর দোরগোড়ায় আবার এই দুই দেশ। ২০১৯ এর স্মৃতিচারণ হবে কিনা সেটাই দেখার বিষয়। বিশ্বকাপের গত মরশুমে অর্থাৎ ২০১৯ সালেও সেমিফাইনাল এর মঞ্চে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। পরিসংখ্যান জানান দিচ্ছে নিউজিল্যান্ড ওয়াংখেড়ে তে মাত্র একটি ম্যাচ হেরে সেটাই শ্রীলঙ্কা এর কাছে অর্থ্যাৎ তাদের রেকর্ড এই মাঠে খুব দুর্দান্ত। অপরদিকে এই চলতি বছর এর বিশ্বকাপের ম্যাচে শ্রীলংকার এর বিরুদ্ধে ভারত এই মাঠেই খেলেছিল ও নিজেদের দুর্দান্ত বোলিং এর জেরে মাত্র ৫৫ তেই শ্রীলংকার গাড়িতে ব্রেক কসেছিল । এক কথায় দুই দেশের মধ্যে একটা ইতিবাচক খেলার সাড়া পাওয়া যায় । ২০১৯ এর স্মৃতি আগলে ধরে থাকা ভরতের মানুষ এর কাছে কালকের দিনটা অগ্নিপরীক্ষার থেকে কম কিছুই নয়। দলে তেমন একটা বদল করবে না বলেই মনে হচ্ছে ভারত কারণ এই দল একটা আশা বাদী পক্ষ দেখিয়েছে । তেমনটাই নিউজিল্যান্ড এর ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু হেনরি না থাকায় পেস বোলিং এ একটু হলেও টলমল করছে কিভি দের গাড়ি। এবার দেখার কালকে খেলার ফলফোল কি হয় ।