সায়ন বসাক : আইপিএল মানেই চমক। সে খেলায় হোক কিংবা খেলার বাইরে জড়িত বাকী কর্মকান্ডে। শুক্রবারই মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক ঘোষনা করে দল। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়ার কাঁধে তুলে দেওয়া হয় এই দায়িত্ব। তারপর থেকেই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঝড়। হার্দিক পান্ড্যকে অধিনায়ক হিসাবে তাদের আইকনকে প্রতিস্থাপন করার পরে কিছু রোহিত ভক্ত হতাশ, ক্ষুব্ধ এবং হতাশ হয়েছিলেন।
MI হার্দিককে গুজরাট টাইটানস থেকে ফেরত দিয়ে আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বড় অভ্যুত্থান ঘটিয়েছিল। নিলামের চার দিন আগে শুক্রবার এমআই তাদের নেতৃত্বে পরিবর্তনের ঘোষণা দেয়। আর সেই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। তবে এখন শুরু হয়েছে এক নতুন জল্পনা। মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক কী এবার দিল্লী ক্যাপিটাল্সে যেতে চলেছেন? সূত্র মারফত খবর দিল্লী দল রোহিতকে দলে আসার প্রস্তাব দিয়েছে। তাঁরা রোহিতকে অধিনায়ক হিসেবে পেতে চাইছেন। যদিও সে ব্যাপারে রোহিতের দিক থেকে কোনো মন্তব্য আসেনি।