পারথে ৫০০ উইকেটের মালিক নাথান, প্রথম টেস্ট অজিদের দখলে
সায়ন বসাক : বিশ্বের দ্রুততম পিচ হচ্ছে পারথের ক্রিকেট পিচ। আর সেই পিচেই দ্রুততার প্রদর্শন দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। তিন ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে প্রথম ম্যাচে দুরন্ত জয় অজিদের। পাক ক্রিকেটারদের নিয়ে যেন একেবারে ছিনিমিনি খেললেন অজি দল। টস জিতে নিঃসন্দেহেই ব্যাট করতে নামে প্যাট কামিংসের ক্যাঙ্গারু ব্রিগেড। প্রথম দিনের ৩৪৬ রান তোলেন তাঁরা। দ্বিতীয় দিনে তাদের ইনিংস শেষ হয় ৪৮৭ রানে। যার মধ্যে ছিল ডেভিড ওয়ার্নারের ১৬৪ রান (প্রথম দিন) এবং মিচেল মার্শের ৯০ রানের একটি অসাধারণ ইনিংস। পাক বাহিনী তাদের প্রথম ইনিংসে ২৭১ রানে ধরাশায়ী হয়ে যায়। নাথন লায়নের কামব্যাক টেষ্টে সত্যিই কামব্যাক করলেন। ৫০০ উইকেটের মালিক হলেন তিনি। প্রথম ইনিংসে ৩ টি উইকেট নেন।
পাকিস্তানের দিক থেকে ইমাম উল হক ও শাফিকুঈ ছাড়া কেউই ভালো রান করতে পারলেন না। প্রাক্তন অধিনায়ক বাবর আজমের ব্যাটে দুই ইনিংস মিলিয়ে উঠলো মাত্র ৩৫ রান। প্রথম ইনিংসে পাকিস্তান দল যেটুকু লড়াই করেছিল। দ্বিতীয় ইনিংসে যেন সব শক্তি শেষ হয়ে গেল তাদের। ২১৬ রানের লীড নিয়ে চনমনে মেজাজে দ্বিতীয় ইনিংসে খেলতে নামলো অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে দেড়শোর ওপর রান তুললেও ২য় ইনিংসে ডেভিড ওয়ার্নারকে শূন্যতে ফিরতে হয়। তবে এবার ব্যাটে রান তুললেন ঊসমান খোয়াজা। সাথে মিচেল মার্শের অনবদ্য ব্যাটিং। ২৩৩ রানে ডিক্লেয়ার করে তাঁরা। পারথে অস্ট্রেলিয়ার সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ইনিংসের ব্যাটিং সত্যিই মারাত্মক চ্যালেঞ্জিং। ৮৯ রানেই শেষ পাক বাহিনী। ৩৬০ রানে ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল অজি দল। তবে পরবর্তী ম্যাচ আরও রোমাঞ্চকর হতে চলেছে। বক্সিং ডে তে ফের মুখোমুখি নামবে দুই দল। পরবর্তী রণাঙ্গন মেলবোর্ণ।