ওয়েব ডেস্ক : নিত্যদিনের যানজটে জেরবার কলকাতা বিমানবন্দরের যাত্রীরা। শুধু বিমান বন্দরে বিমান ধরতে আসা যাত্রীরাই নয় যানজট পেরোতে রীতি মতো প্রতিদিন কাল ঘাম ফেলতে হচ্ছে অফিস ফেরত নিত্য যাত্রী দের । এক দিকে, উল্টোডাঙা থেকে বিমানবন্দরের পথে যানজট। এবং অপর দিকে যশোর রোডে বিরাটির দিক থেকেও যানজট। এই যানজটের জেরে দীর্ঘক্ষণ যানজটে ফেঁসে থাকতে হচ্ছে অফিস ফেরত নিত্য যাত্রী দের ।
অভিযোগ,এই যানজটের ফলে অনেকেই উড়ান ধরতে সময় মতো বিমানবন্দরে পৌঁছতে পারছেন না কখনও কখনও আবার উড়ানও হাতছাড়াও হয়ে যাচ্ছে। আর নিত্য যাত্রী দের ভোগান্তি তো বর্তমানে নিত্য দিনের সঙ্গী।
বিমানবন্দর বা উড়ান সংস্থার কর্মী, বিশেষত বিমানসেবিকা ও পাইলটরা এই যানজটের জেরে প্রায়শই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে ।
ইতিমধ্যেই এই সব অভিযোগ নিয়েই একাধিক বার রাজ্য সরকারের পরিবহণ দফতরের দ্বারস্থ হয়েছেন কলকাতা বিমানবন্দরের বিভিন্ন উড়ান সংস্থার সংগঠন গুলি ।
এই বছরের শুরুর দিকেই ‘এয়ারলাইন্স অপারেটিং কমিটি’ বা এওসি মূল রাস্তার ধারে বিমানবন্দরমুখী গাড়ির জন্য ‘রিং রোড’ তৈরি করার দাবি জানিয়েছেন রাজ্য পরিবহন দপ্তরের কাছে । যদিও সেই দাবি আজ অবদি বাস্তবায়ন হয় নি ।
শুধু মাত্র ভিআইপি রোড বা যশোর রোডই নয়, অভিযোগ, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে বিমানবন্দরে আসার রাস্তাতেও গাড়ির চাপ নিত্যদিন বেড়েই চলেছে। ভিআইপি রোডে মেট্রো রেলের কাজের জন্যই মূলত এই যানজট তৈরী হচ্ছে বলে সূত্রের খবর ।
এক নিত্য যাত্রী বলেন - " এই যানজটের বিষয়টি নিয়ে অবিলম্বে উচ্চ পর্যায়ের বৈঠক করা প্রয়োজন। নিত্য দিনের এই যানজট আর সহ্য করা যাচ্ছে না । পুলিশ প্রশাসনের সকলের সঙ্গে কথা বলে একটি সমাধানসূত্র বার করা প্রয়োজন। "