শিলা রাজবংশী : ২০২৪ লোকসভার ভোটকে মাথায় রেখেই কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার দিনক্ষণ ঠিক করলেন ।
সামনেই লোকসভার ভোট । ভোটের রেশ যেন শিক্ষার্থীদের গায়ে না লাগে । তা মাথায় রেখেই পরীক্ষার ডেট শিট ঠিক করা হলো ।
আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে ১৩ই মার্চ পর্যন্ত সিবিএসসি বোর্ডের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা হবে ।
এবং আগামী ১৫ ই ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল অবদি সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা হবে ।
ইতিমধ্যে ICSE অর্থাৎ ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন পক্ষ থেকে দশম শ্রেণির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে ।
স্কুল জীবনের দুটো বড় পরীক্ষা হল
দশম শ্রেণির বোর্ড পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা ।
সারা বছর ধরে শিক্ষার্থীরা এর জন্য প্রস্তুতি নেয় ।
তারই সঙ্গে অক্লান্ত পরিশ্রম থাকে তার পিতা-মাতার এবং তার পরিবারসহ শিক্ষক-শিক্ষিকার ।
যারা দশম শ্রেণীতে পরীক্ষা দিচ্ছেন এটা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা । তাই তাদের কাছে এ পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ ।
পরীক্ষার দিন আগে সুনিশ্চিত হলে ছাত্র-ছাত্রীদের পক্ষে প্রস্তুতি নিতে খুবই সুবিধা হয় ।
পরীক্ষার ডেট শিট প্রকাশের সাথে সাথে কোন দিন কোন পরীক্ষা হবে তাও জানানো হয়েছে
সিবিএসসি বোর্ডের দশম শ্রেণীর ২০২৪ এর বোর্ড পরীক্ষার ডেট শীট
১৯/০২/২০২৪ : বাংলা , সংস্কৃত , তামিল , তেলেগু , গুজরাটি , মারাঠি , উর্দু কোর্স এ , উর্দু কোর্স বি , ফরাসি, মণিপুরী
২১/০২/২০২৪ : হিন্দি কোর্স এ , হিন্দি কোর্স বি
২৬/০২/২০২৪ : ইংরেজি কমিউনিকেটিভ , ইংরেজি ভাষা এবং সাহিত্য
০২/০৩/২০২৪ : বিজ্ঞান
০৭/০৩/২০২৪ : সমাজ বিজ্ঞান
১১/০৩/২০২৪ : গণিত স্ট্যান্ডার্ড , গণিত বেসিক
১৩/০৩/২০২৪ : কম্পিউটার অ্যাপ্লিকেশন , তথ্যপ্রযুক্তি, এ আই ।
সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা ২০২৪ এর ডেট শিট
১৯/০২/২০২৪ : হিন্দি ইলেকটিভ , হিন্দি কোর
২২/০২/২০২৪ : ইংলিশ ইলেকটিভ, ইংলিশ ইলেকটিভ সিবিএসই ( ফাংশনাল ইংলিশ ), ইংলিশ কোর
২৬/০২/২০২৪ : কৃত্রিম বুদ্ধিমত্তা
২৭/০২/২০২৪ : রসায়ন
২৯/০২/২০২৪ : ভূগোল
০৪/০৩/২০২৪ : পদার্থবিদ্যা
০৯/০৩/২০২৪ : গণিত , ফলিত গণিত
১২/০৩/২০২৪ : শারীরিক শিক্ষা
১৪/০৩/২০২৪ : বাংলা , তামিল , তেলেগু , সিন্ধি , পাঞ্জাবি , মারাঠি , গুজরাটি ইত্যাদি সহ অন্যান্য আঞ্চলিক ভাষা ।
১৫/০৩/২০২৪ : মনোবিজ্ঞান
১৮/০৩/২০২৪ : অর্থনীতি
১৯/০৩/২০২৪ : জীববিদ্যা
২২/০৩/২০২৪ : রাষ্ট্রবিজ্ঞান
২৩/০৩/২০২৪ : অ্যাকাউন্টেন্সি
২৬/০৩/২০২৪ : উর্দু ইলেকটিভ , সংস্কৃত ইলেকটিভ , উর্দু কোর
২৭/০৩/২০২৪ : বিজনেস স্টাডিজ
২৮/০৩/২০২৪ : ইতিহাস
৩০/০৩/২০২৪ : সংস্কৃত কোর
০২/০৪/২০২৪ : কম্পিউটার বিজ্ঞান , তথ্যপ্রযুক্তি, তথ্য অনুশীলন ।
পরীক্ষার মাঝে সামঞ্জস্যপূর্ণ গ্যাপ পাওয়ার ফলে শিক্ষার্থীদের পরীক্ষায় অনেকটা সুবিধা হবে ।