রুপম মিস্ত্রি : গত ২৪ ঘন্টায় দেশে পুনরায় কোভিড সংক্রমিত হয়েছেন ৭২৫ জন | মৃত্যু হয়েছে ৪ জনের । মৃতদের মধ্যে দুইজন কেরালার , একজন রাজস্থান এবং একজন কর্ণাটকের বাসিন্দা । তবে কি আবারো ঘনাচ্ছে ভাইরাসের কালো মেঘ । দেশে প্রতিমুহূর্তেই বাড়ছে আক্রান্তের সংখ্যা, কোভিডের হাতছানি থেকে ছাড় পায়নি কলকাতাও ইতিমধ্যেই মহানগরির তিন হাসপাতালে তিন কোভিড আক্রান্ত ভর্তি, তার মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং অন্যজন বিহারের ছয় মাসের এক শিশু, সে কলকাতার মেডিক্যাল কলেজেই ভর্তি। অন্য দুজন শহর কলকাতারি দুটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি । আক্রান্তদের মধ্যে কেউ ওমিক্রনের নতুন উপরূপ জেএন.১-এ আক্রান্ত কি না, জানার জন্য জিনোম সিকোয়েন্সিং করানো হচ্ছে। ইতিমধ্যেই তাদের প্রত্যেকের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য কল্যাণীতে।
শিশুটি বাদে বাকি দুজনেরই রিপোর্ট পাওয়া গিয়েছে আগেই, বর্তমানে তাদের চিকিৎসা চলছে দুটি বেসরকারি নার্সিংহোমে।
ফলে সাধারণ মানুষের কপালে আবার চিন্তার ভাজ দেখা গিয়েছে, তবে কি আবার ধেয়ে আসছে সেই অন্ধকার কালো দিনগুলি?