তবে খালের এই বিশেষ অংশটির অবস্থা খুবই শোচনীয়। দীর্ঘ ৭ থেকে ৮ মাস যাবৎ এর কোনরকম সাফাই না হওয়ায় খালের উপরিস্তরে জমেছে চওড়া পলির স্তর।সেই মাটিতেই জন্মেছে বট, কদমের মত গাছ। প্রায় তিন থেকে চার ফুট উচ্চতার খাস এবং গাছ ভরে গিয়েছে সমস্ত খালে। দেখে খাল বলে চিহ্নিত করা মুশকিল হয়ে গেছে,মনে হয় বিস্তৃত মাঠ।
তার উপর রয়েছে স্থানীয় বাসিন্দাদের রোজকার গৃহস্থালির আবর্জনা এবং স্থানীয় বাজার থেকে ফেলা আবর্জনার চাপ। এই বিশাল ভার বহন করে জল চলাচল করা মুশকিল, কার্যত দীর্ঘদিন জল চলাচল তাই বন্ধ হয়ে পড়ে রয়েছে। বিস্তির্ণ খাল তাই পরিণত হয়েছে বদ্ধ জলায়, আর এই বদ্ধ জলই হয়ে গিয়েছে মশার আতূর ঘর ।
তাছাড়া অন্যান্য সমস্যা তো রয়েইছে। সবসময় অস্বাস্থ্যকর পরিবেশেই তাই থাকতে হচ্ছে বাসিন্দাদের।