উৎসবের আনন্দ কি মাটি হতে চলেছে ? কি জানালেন আবহাওয়া দপ্তর
বিদিশা কর্মকার : পুজো আসতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন । ইতিমধ্যেই বাঙালি নেমে পড়েছে পুজোর কেনাকাটি করতে। এবছর মা আসছে ঘোড়ায় চেপে। পঞ্জিকা অনুযায়ী, ঘোড়ায় আগমন শুভ হয়না। প্যান্ডেল হোপিং কি ভেস্তে দিতে পারে এই বৃষ্টিপাত?
একের পর এক ঘূর্ণিঝড়ের খবর জানালেন হাওয়া অফিস। একাধিক বেসরকারি আবহাওয়া সংস্থা জানিয়েছে, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুজোর কদিন আবহাওয়া পরিষ্কার থাকবে।
সুত্রানুসারে, পুজোর আগে বেশ কয়েক দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা আছে। আগামী ১৫ই অক্টোবর তথা মহালয়ার পরদিন থেকে ২০ অক্টোবর ষষ্ঠীর দিন পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বজ্রপাতসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কত ভারী বৃষ্টিপাতেরও হতে পারে, জানিয়েছে আবহাওয়া দপ্তর।ফলে প্যান্ডেল ও প্রতিমা তৈরি হওয়া ধ্বংস হয়ে যেতে পারে। তার জন্য কারিগরদের প্লাস্টিক মুরে কাজ এগিয়ে যেতে হবে। পুজোর দিনগুলিতে বৃষ্টিপাত হওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। মৌসুমী বায়ু বয়ে আসা পশ্চিমী হাওয়া ক্রমশ বাড়বে বলে জানা গিয়েছে। গরম থেকে রক্ষে পাওয়া যাবে। তার সাথেই রাতের তাপমাত্রা কমবে। দুর্গাপূজোয় প্যান্ডেল হোপিং করার আদর্শ মরসুম তৈরি হবে।