শিলা রাজবংশী : বিশ্ববাজারে বাড়ছে অশোধিত তেলের দাম। তেল আমদানিতে ডলার খরচ বৃদ্ধির ফলে মূল্য বাড়ছে মার্কিন মুদ্রার। এদিকে ভারতে কমছে টাকার দাম। এখন এক ডলার বেড়ে হয়েছে ৮৩ টাকা।
এই দুর্ভোগের মধ্যেই কি খুশির বার্তা ?
গ্যাসের পর এবার কি কমতে চলেছে তেলের দাম?
এদিকে আমজনতার দাবি গ্যাসের মত তেলের দামও কমলে ভালো হয় । আর্থিক পরিষেবা সংস্থা জি এম সিকিউরিটিস এর রিপোর্ট অনুযায়ী নভেম্বর ও ডিসেম্বরে রাজ্য একাধিক বিধানসভা ভোট। আপাতদৃষ্টিতে লক্ষ্য করলে কেন্দ্র দীপাবলীর সময় পেট্রোল-ডিজেলের দাম লিটারে তিন থেকে পাঁচ টাকা কমানোর কথা ঘোষণা করতে পারে বলে সূত্রের খবর । কমতে পারে তেলের দামের ওপর কেন্দ্রীয় উৎপাদন শুল্ক।
তেলের দাম যখন এতদিন কমানো হয়নি বর্তমান বিশ্ববাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করে এই মুহূর্তে তেলের দাম কমবে বলে আশা করা যায় না বলে বিশেষজ্ঞদের দাবি ।
তবে কি তেলের দাম কমবে না ?
তেলের দাম কমতে পারে দুটো পদ্ধতিতে :
১. যদি সরকার উৎপাদন শুল্ক কমায় এবং বিরোধী শাসিত রাজ্য গুলিতে যদি ভ্যাট কমায়।
২. সরকার যদি রাষ্ট্রের তৈল সংস্থাগুলিকে দাম কমানো নির্দেশ দেন।
আদতে তেলের দাম কতটা কি কমবে তার সময় সাপেক্ষ ।
তেলের দাম যখন ব্যারেল প্রতি ৭০ ডলার ছিল তখনই মানুষ এর সুবিধা পাননি, এখন ব্যারেল প্রতি ৯০ ডলারে আমজনতা যদি সুবিধা পায় তাহলে বলতে হয় এখনো আমরা ঘুমিয়েই আছি এই ঘুম ভাঙ্গানোর দায়িত্ব কারো নয় আপনার নিজের ।