বিদিশা কর্মকার : আর মাত্র কয়েক দিন পরেই বাঙালিদের শ্রেষ্ট পুজো। কারিগররা মাঠে নেবে প্যান্ডেল বানানো শুরু করে দিয়েছে। প্রতি বছর কলকাতার দুর্গা পুজোর মণ্ডপগুলোতে বিশেষ বিশেষ পরিষ্কার আয়োজন করে থাকেন চিনা কনসুলেট।
ভারত ও চীনের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব একটু একটু করে বেড়েই চলছে। সেই কারনেই পুরস্কার বন্ধের সিদ্ধান্ত নিলেন শি জিনপিং প্রশাসন।
তবে এবছর তা হচ্ছেনা বলে জানা গিয়েছে। ২০২৩ সালে পুজোমণ্ডপ গুলিতে পুরুস্কার দেবে না চিন। গত রবিবার একটি অনুষ্ঠানে সংবাদিকদের সামনে মুখোমুখি হন কলকাতার চিনা কনসাল জেনারেল ঝা লিউ। সেখানেই উঠে আসে এই প্রশ্ন।
সূত্র অনুসারে জানা গিয়েছে, লিউ বলেছেন 'দুটি মণ্ডপকে পুরস্কৃত করার পরিকল্পনা ছিল। তবে এবছর তা বছর সেটা স্থগিত রাখা হচ্ছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? পাশাপাশি চিনা কনসাল জেনারেল বলেন, চলতি বছরে মাত্র ৭ হাজার ভারতীয় চিনে যাওয়ার ভিসা পেয়েছেন। আগামী কয়েকদিনে মধ্যে হয়তো মাত্র দুজনকে ভিসা দেওয়া হতে পারে।
এছাড়ও ভারত এবং চিনের মধ্যে সরাসরি বিমান না থাকার ফলে সমস্যা দেখা দিচ্ছে ।