দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এই রেস্কিউ থ্রিলার "মিশন রানিগঞ্জ" এর ট্রেলার
শ্রাবন্তী হালদার : আগামী ৬ অক্টোবর, ২০২৩ -এ মুক্তি পেতে চলেছে টিনু সুরেশ দেশাইয়ের পরিচালিত এক রেস্কিউ থ্রিলার। যার নাম 'মিশন রানিগঞ্জ'(Mission Raniganj)।তারই ট্রেলার প্রকাশ্যে এসেছে সামাজিক মাধ্যমে।সিনেমাটিতে অভিনেতার ভূমিকায় থাকছেন অক্ষয় কুমার। এছাড়াও ট্রেলারে পরিনীতি চোপড়ারও দেখা মিলেছে। সিনেমাটি তৈরি হয়েছে এক রুমহর্ষক কয়লাখনির দুর্ঘটনাকে কেন্দ্র করে।
১৯৮৯ সালের নভেম্বরে রানিগঞ্জের একটি কয়লা খনিতে আটকে পড়েন শ্রমিকরা এবং ওই শ্রমিকদের উদ্ধার করেন যশোবন্ত সিংহ গিল ।এবং যশোবন্ত সিংহ গিলের সমস্ত শ্রমিকদের উদ্ধার করার পেছনে যে কাহিনী বা বলা ভালো যে অক্লান্ত পরিশ্রম ছিল মূলত সেই কাহিনীকেই কেন্দ্র করে টিনু সুরেশ দেশাই 'মিশন রানিগঞ্জ'(Mission Raniganj)সিনেমাটি পরিচালনা করেছেন।সিনেমাটি ট্রেলার প্রকাশ্যে আসা মাত্রই জিতে নিয়েছে অনুরাগীদের মন।
সিনেমাটি হলো নাটকীয়তা, সাহস, আবেগ, অনুপ্রেরণা ও আবহ সংগীতের এক ঐক্যবদ্ধ রূপ যা কেড়ে নিয়েছে হাজারো দর্শকের মন।সিনেমাটির ট্রেলারে যে দৃশ্য দেখানো হয়েছে তারমধ্যে নজর কেড়েছে অক্ষয় কুমারের অভিনয় শুধু তাই নয় অক্ষয় কুমারের পাশাপাশি সহ অভিনেতাদের অভিনয়ও নজর কেড়েছে দর্শকের। অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়ার সঙ্গে যারা বিভিন্ন চরিত্রের ভিত্তিতে সহ অভিনেতার ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে আছেন কুমুদ মিশ্র, পবন মলহোত্র, রাজেশ শর্মা, শিশির শর্মা, রুবি কিষান, অনন্ত মহাদেবন, বচন পাচেরা, মুকেশ ভট্ট সহ আরও অনেকে। ছবিটি ৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে সমস্ত প্রেক্ষাগৃহে।