মঙ্গলবার ইডির তলবে হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় । নিজের X হ্যান্ডেলে বার্তা অভিষেকের ।
বিদিশা কর্মকার : আগামী ৩ রা অক্টোবর ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED ।
ওই দিন দিল্লিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে তৃণমূলের। আর এই কর্মসূচির নেতৃত্ব দেওয়ার কথা অভিষেক বন্দোপাধ্যায়। এর আগেও তাকে ৫বার হজিরা দিতে হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে । এর আগেও ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনেও তলব করা হয়েছিল তাকে। সেদিন তাকে ৯ঘণ্টা সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন ED। জিজ্ঞাসাবাদের পর্ব শেষ হতে না হতেই কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাজনৈতিক প্রতিহিংসা বলেই দেখছে তৃণমূল কংগ্রেস।
আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে দশটায় সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে তাকে। দিল্লিতে কর্মসূচি রয়েছে আর সেই দিনই তলব করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। তারই প্রতিবাদে টুইটারে ক্যাম্পেইন চালায় যুব তৃণমূল। আর ঠিক সেই আবহেই এই দিন নিজের X হ্যান্ডেল থেকে সুর চড়াতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে । এদিন তিনি তার সামাজিক মাধ্যম X (টুইটার) এ স্পষ্ট জানিয়ে দেন, ৩ তারিখ তিনি ED দপ্তরে হাজিরা দিতে পারবেন না ।