স্নেহা নাথ : পুজোর আগেই ব্যাপক ঝড় বৃষ্টিসহ ঘূর্ণবাতের পূর্বাভাস। তবে কি পুজোতে ভাসবে শহর কলকাতা?
বাঙালির কপালে দুশ্চিন্তার ভাঁজ। পুজো যত এগোচ্ছে ততই আবহাওয়ার খামখেয়ালিপনা বাড়ছে। কখনো রোদ কখনো আবার বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকেই আকাশ অনেকটাই পরিষ্কার। কিন্তু, নতুন করে আতঙ্ক নিয়ে আসছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। তবে এই ঘুর্ণবাত আদৌ তৈরি হবে কিনা তা নিশ্চিত নয় ।পুজোর আর হাতে গোনা তিনটে সপ্তাহ বাকি। জোরকদমে চলছে কেনাকাটা। স্বাভাবিকভাবেই এই সময় ফুরফুরে আবহাওয়া চাইছেন সাধারণ মানুষ। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭° সেলসিয়াস । মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১° সেলসিয়াস যা ১° বেশি। এইদিন বাতাসে জলীয় বাষ্প ছিল সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৭৩শতাংশ। দক্ষিণবঙ্গে শুক্রবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে অস্বস্তি বাড়বে। শনি ও রবিবার সমস্ত জেলাগুলোতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে চলবে হালকা ঝোড়ো হাওয়া। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। পাঁচ পার্বত্য এলাকা দার্জিলিং, জলপাইগুড়ি, এবং কোচবিহারে রয়েছে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। ২৯ সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে এবং পূর্ব মধ্য বঙ্গোপসগরে একটি ঘুর্নাবর্ত তৈরি হতে পারে এবং তা শক্তি বৃদ্ধি করতে পারে উত্তর বঙ্গোপসাগরে।