রোহিত মিস্ত্রি :- বাংলার বিখ্যাত প্রবাদ "এক ঢিলে দুই পাখি"। সেটাই যেন বাস্তবতার আঙিনায় বয়ে আনলেন তেলেঙ্গানা ২৭ বছর বয়সী ভারতীয় বক্সার নিখাত জারিন। কার্যত বলা যায় এক ঢিল দিয়ে দুই কাজ সারলেন তিনি। এশিয়ান গেমসের ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে উঠে যেমন তিনি একদিকে পদক জেতা সুনিশ্চিত করলেন তেমনি আবার হাতে পেলেন ২০২৪ এর প্যারিস অলিম্পিকসের খেলার টিকিট।
প্রথম ভারতীয় বক্সার যার নাম নথিভুক্ত হল প্যারিস যাওয়ার পাসপোর্টে। শুক্রবার কোয়ার্টার ফাইনালে জর্ডানের নাসার হানানকে মাত্র ৫৩ সেকেন্ডের মধ্যেই নক আউট করে তিনি পেলেন এ বছরের এশিয়ান গেমসের সেমিফাইনালের টিকিট। বলা যায় ভারতের বক্সার নিখাত জারিন অলিম্পিক ও এশিয়ান গেমসে ভারতের এক নব আশা এর জোয়ার।