রোহিত মিস্ত্রি :- শুরু হতে চলেছে পঞ্চাশ ওভারের ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। এই বছর যার স্থান হতে চলেছে ভারতের এই পুণ্যভূমি। ৫ ই অক্টোবর শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। আনন্দের এই আবহে হটাৎ করেই আতঙ্কে ছায়া।
নাশকতার গন্ধ ছড়ানো খালিস্তান সংগঠন "শিখ ফর জাস্টিস" । সেই সংগঠনের নেতা পান্নুন সন্ত্রাসের হুমকি দিলেন বিশ্বকাপের প্রাক্কালে। সে দাবি করেছে এটি বিশ্বকাপ নয় হতে চলেছে টেরোর কাপ।
পান্নুন লক্ষ্য ভারতকে ধর্মের ভিত্তিতে কয়েক টুকরোতে বিভক্ত করা। ইতি মধ্যেই ভারতে তার নামে মোট ১৬ টি মামলা রয়েছে। ১৪ অক্টোবর ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচের জন্য এই সন্ত্রাসবাদের হুমকি দেয় খালিস্তান সংগঠন। এই হুমকি এর পরে গুজরাটের এক থানায় তার নামে এফ আই আর নথিভুক্ত করা হয়।
সূত্র মারফত জানা গেছে এই হুমকি পান্নুন দেয় একটি অডিওর মাধ্যমে। সে বলেছে:- " শহীদ নিজ্জর এর হত্যাকান্ড আমরা আপনাদের বিরুদ্ধে ব্যালট ব্যবহার করব। আমরা আপনাদের হিংস্রতার বিরুদ্ধে ভোটকে ব্যবহার করব। এই অক্টোবর কোন বিশ্বকাপ ক্রিকেট হবে না এটা হবে বিশ্বকাপ সন্ত্রাস কাপের সূচনা"।
কার্যত বলা যায় এই হুমকির পর বেশ নড়েচড়ে বসেছে বিসিসিআই ও কেন্দ্রীয় সরকার।