রাস্তার অবস্থা বেহাল, তবুও হুশ নেই প্রশাসনের
রোহিত মিস্ত্রি:- বহুদিন যাবত সংস্কারের অভাবে বেহাল নীলগঞ্জ রোড। বেলঘড়িয়া ও ডানলপ দুই ব্যস্ততম জায়গার সংযোগস্থল হল নীলগঞ্জ রোড। কিন্তু বহু মাস ধরেই নীলগঞ্জের এই রাস্তার অবস্থা দুর্ভাগ্যজনক। গোটা রাস্তায় পিচের আস্তরণ উঠে তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ।
সাম্প্রতিক বৃষ্টির মরশুমে সেই গর্তগুলিকে আরো বিপদজনক বানিয়ে তুলেছে স্থানীয় বাসিন্দাদের কাছে। রাস্তায় গর্তের জন্য স্থানীয় বাসিন্দা সহ পথ চলতি মানুষদের যাতায়াত করাই দুষ্কর হয়ে উঠেছে। বেলঘড়িয়া ও ডানলপের সংযোগ স্থাপনকারী এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন প্রচুর যানবাহনের আনাগোনা চোখে পড়ে।
রাস্তার এই অবস্থায় বলা যায় গাড়ির চালকরা নিজেদের জীবন প্রায় হাতে রেখে চালাচ্ছেন। গত এক বছর আগেও এই রাস্তায় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হয়েছিল এক স্কুটি আরোহী মহিলার তারপরও খানাখন্দে দিয়ে ভরপুর এই রাস্তায় হামেশাই ঘটে যাচ্ছে ছোটখাটো দুর্ঘটনা। তবুও প্রায় যেন নিশ্চিন্তে এবং বহাল তবিয়তে আছেন প্রশাসন। কোন হুশ নেই প্রশাসনের, রাস্তার এই অবস্থা তাদের কি ভাবায় না? এই রাস্তার পাশেই রয়েছে বহু স্কুল, হাসপাতাল অফিস কাচারি ,মানুষের নিত্যদিনের সামগ্রিক দোকান, বাজার প্রভৃতি।
বলাই বাহুল্য ওই রাস্তার উপর নির্ভর করে বহু বাসিন্দাদের রুজি রুটি। সেই রাস্তারই নাকি এমন ঘোরতর অবস্থা। সূত্র মারফত জানা গেছে বহুদিন এই রাস্তায় কোন রকম সংস্কার হয়নি। মাঝেমধ্যে এক দুবার রাস্তা মেরামত করা হলেও তা ছিল অত্যন্ত নিম্নমানের ভারী গাড়ি লরি, বাস ,মিনিবাসের প্রতিনিয়ত যাতায়াতে রাস্তা দিনে দিনে আরো ভঙ্গুর হয়ে উঠেছে। তাই বিভীষা ময় রাস্তার দুশ্চিন্তা এঁকেছে স্থানীয় বাসিন্দা এবং পথ চলতি মানুষদের কপালে ভ্রু কুটি।