দুর্গাপূজায় কি অসুরের ভূমিকায় দেখা যাবে বৃষ্টিকে?
রোহিত মিস্ত্রি :- সকাল থেকেই আকাশের মুখটা কেমন যেন একটু ভার হয়ে আছে। সামনেই দুর্গাপুজো কিন্তু মুখে হাসি নেই আকাশের । আবহাওয়া দপ্তর আজ স্পষ্ট জানিয়ে দিল আগামী মঙ্গলবার অবদি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে । রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ সারাদিন কুড়ি ওভারের ক্রিকেট খেলার রানের গতি থেকেও যেন এই বৃষ্টির বর্ষণের গতি উর্ধ্বমুখী অবস্থায় ছিল।
এর কারণ বঙ্গোপসাগরের শক্তি বৃদ্ধি করে নিম্নচাপ আছড়ে পড়বে পশ্চিমবাংলায়। তাহলে কি দুর্গাপুজোয় অসুরের ভূমিকায় পার্ট করতে দেখা যাবে এই বৃষ্টিকে? এই বৃষ্টি এখন থামবার নয় জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু এ বৃষ্টি কেড়ে নিল তিন শিশুর প্রাণ ।বাঁকুড়ায় বৃষ্টির জেরে মাটির দেয়াল চাপা পড়ে মৃত্যু হল রোহন সর্দার, নিশা সর্দার, অঙ্কুশ সর্দার । বৃহস্পতিবার থেকে কলকাতা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি শুরু হয়েছে ,সেই বৃষ্টির রেশ শনিবার এসে পড়ল কলকাতা ও দুই চব্বিশ পরগনার মাটিতে। মৎস্যজীবীদের মঙ্গলবার অবদি সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আবহাওয়া দপ্তরের। এমনকি ভারী বৃষ্টির জেরে হলুদ সর্তকতা জারি দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ।