অনেক বছর পর এই ছবিতে দেখা যাবে একসময় বাংলা ছবির জগতের একচ্ছত্র নায়ক ভিক্টর ব্যানার্জিকে ।এক বাঙ্গালী রাষ্ট্রপতির ভূমিকায় দেখা যাবে তাকে । সেই সাথে রয়েছেন আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী , অনুসুয়া মজুমদার সহ আরো নামজাদা শিল্পীরা। এক দিকে দুর্গাপুজোর প্রেক্ষাপট আর ওপর দিকে অপরাধী ধরার জন্য পুলিশের তৎপরতা ইঙ্গিত দেয় অ্যাকশনে ভরপুর মুহূর্তের। তবে শুধু ছবির গল্প , বিষয় বা বিশিষ্ট শিল্পীদের অভিনয় নয় , এইবার এই ছবির আর এক বিশেষ আকর্ষন এই ছবির গান।
কলিকাপ্রাদ ভট্টাচার্যের গান এবং তার স্পর্শ যেন রয়েছে এই ছবির প্রতি স্তরে । শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান যে এই ছবি তৈরির সময় তার মনে হয় কলিকাপ্রসাদ ভট্টাচার্যের মাটির গান , শিকড়ের গানই দরকার এই ছবিকে পুর্নতা দিতে । তার কিছু অপ্রকাশিত গান ও থাকবে এই ছবিতে । অক্টোবরের ১৯ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি । আশা রাখা যায় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অন্যান্য ছবিগুলির মতো এই ছবিও জায়গা করে নেবে মানুষের মনে।