শ্রাবন্তী হালদার : পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন।এখন থেকেই ঢাকে কাঠি পড়ে গেছে। প্রকৃতি সেই ভাবে জানান না দিলেও ক্যালেন্ডার বলছে পুজোর আর বেশি দেরি নেই। আর দুর্গাপূজা মানেই দেদার ঘোরাঘুরি খাওয়া-দাওয়া আরো কত কি। পুজোতে যাতে ভালোভাবে ঘোরা যায় সেই লক্ষ্য নিয়েই নতুন উদ্যোগ নিতে চলেছেন রাজ্য পর্যটন দপ্তর।থাকছে পুজ মণ্ডপ গুলি ঘুরে দেখানোর জন্য বিশেষ পরিকল্পনা। কিন্তু কিভাবে? জানুন বিস্তারিত
পুজো প্রায় চলেই এলো। পূজোতে কোথায় কোথায় ঘুরবেন,কি খাবেন, এবং কিভাবে ঘুরবেন এ বিষয় নিয়ে বাঙ্গালীদের চিন্তার শেষ নেই। তবে এ বছরে মিলবে এ চিন্তার সমাধান।রাজ্য পর্যটন দপ্তর পুজোর কদিন পুজো মণ্ডপ গুলিতে ঘোরার উদ্দেশ্যে সাধারণ মানুষের জন্য ছাড়ছেন বিশেষ বাস। থাকছে এসি এবং নন-এসি দুরকমই ব্যবস্থা।
রাজ্য পরিবহন দপ্তর এ বিষয়ে রাখছেন দু'রকম পরিকল্পনা, প্রথমত সনাতনী (SANATANI) ও দ্বিতীয়ত উদ্বোধনী (UDBODHANI)।
সনাতনী (SANATANI): এক্ষেত্রে বাস ছাড়বে রবীন্দ্রসদন থেকে। থাকছে এসি বাস। বাসটি সপ্তমী,অষ্টমী ও নবমী সকাল আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত উত্তর কলকাতার একাধিক বনেদি বাড়ি যেমন জোড়াসাঁকো দা বাড়ি , শোভাবাজার রাজবাড়ি, রানী রাসমণি বাড়ি, ঠনঠনিয়া দত্ত বাড়ি সহ একাধিক বনেদি বাড়ি গুলি ঘুরে দেখাবে। এবং তার সাথে থাকছে প্রাতরাশ ও শোভাবাজার রাজবাড়ীর মহা ভোগ। এক্ষেত্রে মাথাপিছু ১৯৯৯ টাকা পড়বে।
উদ্বোধনী (UDBODHANI): এক্ষেত্রেও এসি বাসটি ছাড়বে রবীন্দ্রসদন থেকে তবে তৃতীয় ও চতুর্থীতে। সঙ্গে থাকছে রাতের খাবার। বাসটি রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ঘুরে দেখাবে পুজো মণ্ডপগুলি। তার মধ্যে থাকছে কলেজ স্কোয়ার, মহাম্মদ আলী পার্ক, কাশী বস লেন, বাদামতলা, ৬৬ পল্লী, মুদিয়ালী ক্লাব, শিব মন্দির, একডালিয়া এভারগ্রীন, সিংহী পার্ক,হিন্দুস্তান রোড, রাজডাঙ্গা নব উদয় সংঘ। এক্ষেত্রে মাথাপিছু ভাড়া পড়বে ২০৯৯ টাকা।
যারা অনলাইনেই অভ্যস্ত তারা অনলাইনেই বুক করতে পারবেন এই বাসের সিট। এক্ষেত্রে (https://www.wbtdcl.com) এই অনলাইন ওয়েবসাইটটি দরকার পড়বে। সেখানে গিয়েই বুক করতে পারবেন পুজো পরিক্রমা ২০২৩ এর প্যাকেজ ।