24 September 2023
02.38 min : মহিলা ফুটবল প্রথমার্ধে শূন্য ভারতের গোল সংখ্যা
প্রথমার্ধের খেলা শেষ হয়েছে , তবে ভারতের গোল সংখ্যা এখনও শূন্য। অপেক্ষা দ্বিতীয়ার্ধের ।
2.14 min : দাবার জয়যাত্রা শুরু ভারতের
হাম্পি, ডি. হারিকা, অর্জুন এরিগাইসি এবং বিদিত গুজরাথি সকলেই স্বতন্ত্র ইভেন্টে তাদের প্রথম রাউন্ডের ম্যাচ জিতেছে।
2:03min : কোয়ার্টার ফাইনালে ভারত
মহিলাদের ইপি ফাইনালে উঠলেন তানিক্ষা শাস্ত্রী
12:34 min : আবার কি ফিরছেন শরথ কমল?
টেবিল টেনিসে শরথ কমল এর দুরন্ত এক প্রত্যাবর্তন লক্ষ্য করলো সারা পৃথিবী। ০-২ গেমে পিছিয়ে থাকার পরেও বর্তমানে তিনি ৬-৫ ব্যবধানে এগিয়ে। অপেক্ষায় দেশ।
12:17 min : আবার পদকের পথে ভারত
বক্সিং এর ৫৪ কেজির কোয়ার্টার ফাইনালে ভারতের মেয়ে প্রীতি । পদকের অপেক্ষায় দেশ ।
10:43 AM : পুরুষ দের হকিতে উজবেকিস্তানকে ১৬-০ গোলে হারাল ভারত
09: 54 min : ভারতের অধিকারে আরও একটা পদক ,
ব্রোঞ্জ জয় রমিতার
২৩০.১ পয়েন্ট নিয়ে ১০ মিটার এ্যার রাইফেল ব্যাক্তিগত ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করেছেন রমিতা ।চীনের দখলে প্রথম o দ্বিতীয় স্থান ।
09:22 AM : ফাইনালে পৌঁছলেন শ্রীহরি নটরাজ
পুরুষদের ১০০ মিটার ব্যাক স্ট্রোক হিটস ইভেন্টে পঞ্চম স্থান অধিকার করে ফাইনালের যোগ্যতা অর্জন করেন তিনি।
09:21 AM : আরও একটি পদক ভারতের ঝুলিতে
পুরুষদের রোয়িং ইভেন্টে ৫.৪৩.০১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। প্রথম ও তৃতীয় স্থানে যথাক্রমে চিন ও ইন্দোনেশিয়া।
08 : 49 AM : মহিলা ক্রিকেটে মেডেল নিশ্চিত ভারতের
আট উইকেটে বাংলাদেশ কে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত ফলে এটা বলাই যায় যে সোনা অথবা রূপো কিছু একটা আসবেই ভারতের সংগ্রহে। এবার শুধু অপেক্ষা পাকিস্তান বনাম শ্রীলঙ্কা সেমিফাইনাল ম্যাচের। তারপর জানা যাবে কর সাথে লড়বে ভারত ফাইনালে।
08:17 AM: টেবিল টেনিসে এগিয়ে ভারত
সুথাসিনি সাওয়েত্তাবুতকের থেকে এগিয়ে ভারতের আয়হিকা মুখার্জী, এই একক ম্যাচ জিততে নেই বেশি দেরি।
08.09 AM : আবারও পদক ভারতের কাছে
অর্জুন লাল জাটরা লাইটওয়েট মেনস ডাবল স্কালস ইভেন্টে জিতলেন রূপো।
7:11 AM : এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক জয় ভারতের
১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে সিলভার পদক ভারতের হাতে । স্কোর ১৮৮৬